গাছ, আধুনিকতা, পরিবেশ— সবাইকেই একসঙ্গে নিয়ে চলবে এই স্মার্ট সিটি

দূষণ। এই মুহূর্তে পৃথিবীর পক্ষে কতটা ক্ষতিকারক এটি, তা আমরা সবাই হয়ত জানি। কিন্তু, সত্যিই জানি কি? পরিবেশের এইরকম ক্ষতি হতে থাকলে যে আমরাই নিশ্চিহ্ন হয়ে যাব, সেটাই বুঝতে পারছি না আমরা। শহরাঞ্চলে অবস্থা দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে। এমন অবস্থায় আরও একটি স্মার্ট সিটির পরিকল্পনা দিল মিলানের একটি বেসরকারি সংস্থা। তথাকথিত স্মার্ট সিটি নয়, এটি ‘প্রাকৃতিক স্মার্ট সিটি’। অর্থাৎ, প্রকৃতিকে সঙ্গে করে, তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েই বেড়ে চলবে এই অত্যাধুনিক শহর।

সম্প্রতি এইরকমেরই শহরের ভাবনা নিয়ে কাজ করছে স্টেফানো বুয়েরি বলে একটি ইতালীয় আর্কিটেকচার সংস্থা। শুধু শহর তৈরি করাই নয়, এখনকার শহরকেও কীভাবে পরিবেশের সঙ্গে একাত্ম করা যায়, তারই কথা বলছে তারা। তাদের ভাবনা অনুযায়ী, এই বিশেষ স্মার্ট শহরে ১ লক্ষ ৩০ হাজারের মতন মানুষ থাকবে। সেই সঙ্গে থাকবে প্রায় সাড়ে সাত লক্ষের মতো গাছ। শুধু তাই নয়, বারান্দা, ছাদ, বাগান, সমস্ত জায়গাতেই থাকবে গাছ। থাকবে জলাশয়। পুরো শহরটায় থাকবে সৌর বিদ্যুতের ব্যবস্থা। অবশ্যই, ভবিষ্যতের কথা ভেবে অত্যাধুনিক ব্যবস্থা থাকবে শহরে। কিন্তু কখনই পরিবেশকে অবহেলা করে সেটা তৈরি হবে না। বরং সবাইকে একসঙ্গে নিয়েই এই স্মার্ট আইডিয়া ছড়িয়ে দিতে চায় এই সংস্থা। এখন কতদিনে এই ব্যবস্থা বাস্তবায়িত হবে, সেটাই দেখার।