নামাজ দিয়েই শুরু দুর্গার আরাধনা; আরামবাগের ঐতিহ্যবাহী পুজোয় মিশে সম্প্রীতির সুর

সন্ধে গড়ালে শঙ্খধ্বনির সঙ্গে বাংলার বিভিন্নপ্রান্তে মিশে যায় আজানের সুর। আরামবাগের সরকার বাড়ির দুর্গাপুজোর ছবি অনেকটাই তেমনই থাকে এই উৎসবের মরশুমে। মন্ত্র নয়, বরং দেবীর আরাধনা শুরু হয় নামাজপাঠের মধ্যে দিয়ে। বৈষম্য, সাম্প্রদায়িক হিংসার সময়ে দাঁড়িয়েও সম্প্রীতির এক অনন্য ছবি বাংলায়।

ঐতিহাসিক এই পুজোর সূচনা হয়েছিল ৩৫০ বছর আগে। জমিদার বাবুরাম সরকারের হাত ধরে প্রতিষ্ঠা পেয়েছিল আরামবাগের প্রাচীনতম এই পুজো। তবে হিন্দু জমিদারের অধিকাংশ প্রজাই ছিলেন ইসলাম ধর্মালম্বী। ফলে এই উৎসব যে শুধুই হিন্দুদের উৎসব হয়ে থাকুক, তা চাননি জমিদার। চেয়েছিলেন, কাঁধে কাঁধ মিলিয়েই দুই সম্প্রদায় সমান ভাবে অংশ নিক পুজোয়। চালু করেছিলেন পুজোর প্রাক্কালে নামাজ পড়ার প্রথা।

সাড়ে তিনশো বছর পেরিয়ে এসে আজও অব্যহত আছে সেই প্রথা। সপ্তমীতে দেবীর বোধন তো বটেই, অষ্টমী, নবমীরও পুজো শুরু হয় নামাজের মধ্যে দিয়েই। গত তিরিশ বছর ধরে আব্দুল মতলেব নামের এক ব্যক্তিই পড়ে আসছেন নামাজ। সঙ্গে বহু ইসলাম ধর্মালম্বী মানুষও অংশ নেয় এই অনুষ্ঠানে। বনেদিয়ানার জমিদারবাড়ির আনাচে-কানাচে জুড়ে থাকে সম্প্রীতির সুর।

আজ থেকে সাড়ে তিনশো বছর আগের সময়ে দাঁড়িয়ে জমিদারের এমন সিদ্ধান্ত অবাক করার মতোই। ধর্ম নিয়ে গোঁড়ামি, রক্ষণশীলতা যে আরও প্রকট ছিল তা বলাই বাহুল্য। সেই সময়ে দাঁড়িয়েও দুই সম্প্রদায়ের মধ্যে সেতু বন্ধনের এই উদ্যোগ পরিচয় রাখে তাঁর দূরদর্শিতার। দেয় সম্প্রীতির বার্তা। আক্ষরিকভাবেই দুর্গাপুজো আরামবাগে হয়ে ওঠে 'উৎসব'...

তথ্য ঋণ - 

350-year-old Durga Puja of Arambagh that starts with Namaaz path, Get Bengal

আরও পড়ুন
কলকাতার প্রাচীনতম দুর্গাপুজোয় ভোগ পান অসুরও; ৪০০ বছরেও বদলায়নি সেই রীতি

Powered by Froala Editor

More From Author See More