ইস্ট-ওয়েস্ট মেট্রোর জন্য সুড়ঙ্গ খুঁড়তে গিয়ে আঘাত লেগেছে মাটির নিচের জলস্তরে। প্রাথমিকভাবে এমনটাই ধারণা করছেন ইঞ্জিনিয়াররা। এমনই পরিস্থিতি যে, অনিশ্চয়তা দেখা দিয়েছে কাজ সম্পূর্ণ হওয়া নিয়েও।
কলকাতার দুর্গা পিতুরি লেন ও সেকরাপাড়া লেন সংলগ্ন এলাকায় সম্প্রতি মাটি নরম হয়ে গিয়ে বসে গিয়েছে কয়েকটি বাড়ি। বেশ কয়েকটি বাড়িতে দেখা দিয়েছে ফাটলও। বিশেষজ্ঞদের কথায়, জলস্তরে আঘাত লেগে মাটি নরম হয়ে যাওয়ার ফলেই এই বিপত্তি। ঠিক কোথায় জলস্তর রয়েছে, তা সবসময় নির্ণয় করা সম্ভব হয়ে ওঠে না। আর, একবার জল বেরোনো শুরু হলে, তা সচরাচর থামেও না। ফলে সুড়ঙ্গের কাজ প্রশ্নচিহ্নের মুখে।
অবশ্য কাজের বদলে এই মুহূর্তে নিরাপত্তার দিকেই বেশি জোর দিচ্ছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই অংশের ভবিষ্যৎ কী, তা এখন সময়ই বলে দেবে।