ব্রাজিলের সেই গ্লিন দম্পতির কথা মনে আছে, যাঁরা শুধুমাত্র গৃহহীনদেরই কাজ দিয়েছিলেন তাদের অ্যানিমাল শেল্টারে? তাঁদেরই মতন গৃহহীন মানুষদের কথা ভেবেছে ক্যালিফোর্নিয়া-ও। তবে অ্যানিমাল শেল্টারের কাজে নয়। ক্যালিফোর্নিয়ার সান জোসেতে গৃহহীনদের জন্য বানানো হল একটি অ্যাপার্টমেন্ট। নাম সেকেন্ড স্ট্রিট স্টুডিও।
১৩৪ অ্যাপার্টমেন্টের এই বহুতল সেকেন্ড স্ট্রিট ও কায়েস স্ট্রিটের কোণ সংলগ্ন অঞ্চলে অবস্থিত। অ্যাপার্টমেন্ট কেনার জন্যও যথেষ্ট সুযোগসুবিধা দেওয়া হয়েছে তাঁদের। যাঁরা চাকুরীজীবী, তাঁরা প্রতি মাসে তাঁদের আয়ের ৩৩% দিতে পারবেন ভাড়া হিসেবে। অন্যদিকে যাঁরা বর্তমানে কোনো চাকরি করেন না, তাঁদের দিতে হবে মাত্র ৫০ ডলার।
সমীক্ষা অনুযায়ী, গত দু’বছরে সান জোসে-তে গৃহহীন মানুষদের সংখ্যা বেড়েছে ৪২%। আনুমানিক ৬০০০ জন মানুষ গৃহহীন। তাঁদের জন্য নেওয়া এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।