বহু উত্তান-পতনের সঙ্গী, মোহনবাগানের মায়া কাটিয়ে অবশেষে চলে গেলেন অঞ্জন

দীর্ঘ ২৩ বছরের প্রশাসক-জীবন। বহু উত্থান-পতনেও শক্ত করে ধরে রেখেছিলেন ক্লাবের হাল। মোহনবাগান আর অঞ্জন মিত্র যেন সমার্থক হয়ে উঠেছিলেন। অবশেষে, ময়দানের মায়া কাটিয়ে অন্য দুনিয়ায় ছুট লাগালেন মোহনবাগানের প্রাক্তন সচিব অঞ্জন মিত্র। দীর্ঘ অসুস্থতার পর গতকাল রাত ৩টে নাগাদ বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর।

১৯৫৫ সালে প্রথম প্রশাসক হিসেবে পা রাখা ক্লাব তাঁবুতে। অর্থ সচিব হিসেবে কাজ সামলেছেন বেশ কিছুদিন। তারপরে ক্লাবের সচিব হন। হাজারও ঝড়-ঝাপ্টার মধ্যেও ক্লাবকে ছায়া জুগিয়েছে তাঁর উপস্থিতি। বন্ধু টুটু বসুর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়েছেন ক্লাবকে নিয়ে। ময়দানে প্রশাসক অঞ্জন মিত্র প্রায় মিথে পরিণত হয়েছিলেন। তাঁর জমানাতেই আই লিগ-সহ দেশের সমস্ত ফুটবল ট্রফি ঘরে তোলে মোহনবাগান। শেষদিকে অসুস্থতার কারণে নিয়মিত ক্লাবে আসতে পারতেন না। ২০১৮ সালে প্রশাসক হিসেবেও বিদায় নেন অঞ্জন।

গতকাল সেই বিদায়ই আরও ব্যাপক ও চিরস্থায়ী হল। ময়দান জুড়ে শোকের ছায়া। আজ মোহনবাগান ক্লাব তাঁবু থেকে তাঁর দেহ নিয়ে যাওয়া হবে কেওড়াতলা মহাশ্মশানে।