বন্যপ্রাণীদের পারাপারের জন্য বিশেষ ব্রিজ তৈরির পরিকল্পনা আমেরিকায়

কোনো নদী, বা খাদ নিরাপদে পেরোতে গেলে আমাদের ভরসা ব্রিজ। কিন্তু সেটা তো আমাদের কথা। পশুরা কী করবে? তাদের নিরাপত্তা কোথায়? সেই কথা মাথায় রেখেই আমেরিকা, কানাডায় নেওয়া হল অ্যানিম্যাল ব্রিজ তৈরির পরিকল্পনা।

অ্যানিম্যাল ব্রিজের ভাবনা অবশ্য খুব সাম্প্রতিক নয়। ইউরোপে ১৯৫০-এর পর থেকে এর প্রচলন শুরু হয়। বড় হাইওয়ে, রেল ইত্যাদির ওপর দিয়ে বা নিচ দিয়ে পশুরা যাতে নিরাপদে রাস্তা পেরোতে পারে, তার জন্যই এই ব্রিজের ব্যবস্থা করা হয়। বলা ভাল, এটা একপ্রকার সেফ প্যাসেজ। পশুরা যাতে ওই ব্রিজই ব্যবহার করে, তার জন্য লাগোয়া রাস্তার ধারে কাঁটাতার দিয়ে রাখা হয়। এর ফলে হঠাৎ করে কোনো জন্তু-জানোয়ারের রাস্তার ওপর বা রেল ট্র্যাকের ওপর উঠে আসাকে রোখা যায়। মৃত্যুর ঘটনাও কমে।

এবার এমন ব্রিজই আমেরিকা ও কানাডায় তৈরির ভাবনা চিন্তা করা হচ্ছে। সব ঠিক থাকলে, এই বছরের মধ্যেই কাজ শুরু হয়ে যেতে পারে। বিগত দুই-তিন বছরে এই দুটি দেশে পথ দুর্ঘটনায় প্রাণীমৃত্যুর সংখ্যা বেড়ে গেছে অনেকটা। এর ফলেই এমন উদ্যোগ নেওয়ার ভাবনা চিন্তা করা হচ্ছে। এমন উদ্যোগ যাতে অন্যান্য দেশগুলিতেও নেওয়া হয়, তারই কথা বলছেন অনেকে। বিশেষ করে, জঙ্গলের পাশ দিয়ে যদি হাইওয়ে যায় বা ট্রেন চলাচল হয়, তাহলে এরকম অ্যানিম্যাল ব্রিজ পশুদের জীবন বাঁচাতে পারে।

More From Author See More