কুষাণ সাম্রাজ্যের প্রাচীন প্রাচীরের হদিশ মিলল পাটনায়

চলছিল পুকুর সংস্কারের কাজ। আর সেই খননেই উঠে এল অমূল্য রতন। না, সোনাদানা কিংবা গুপ্তধন নয়, পুকুরের পেটের ভিতর সন্ধান মিলল প্রায় ২০০০ বছরের প্রাচীন দেওয়ালের (Walls)। সম্প্রতি পাটনার কুমরাহার এলাকায় আবিষ্কৃত হওয়া এ প্রাচীন প্রাচীর কুষাণ সাম্রাজ্যের (Kushan Dynasty) আমলে তৈরি হয়েছিল বলেই ধারণা গবেষকদের। 

সবমিলিয়ে বিহারের ১১টি জলাশয়কে সংরক্ষিত করেছিল বিহার প্রশাসন। পাটনা রেলওয়ে স্টেশন থেকে মাত্র ৬ কিলোমিটার পূর্ব অবস্থিত কুমরাহার এই জলাশয়টিও তার মধ্যে অন্যতম। কেন্দ্রের ‘মিশন অমৃত সরোবর’ প্রকল্পের আওতায় সম্প্রতি শুরু হয়েছিল সংস্কারের কাজ। তার পরেই সন্ধান মেলে এই প্রাচীন নিদর্শনের। কাজ বন্ধ করে খবর দেওয়া হয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায়। 

সুবিস্তারে পরীক্ষানিরীক্ষা ও বিশ্লেষণ এখনও পর্যন্ত না হলেও, গবেষকদের প্রাথমিক অনুমান এই প্রাচীর নির্মিত হয়েছিল কুষাণদের রাজত্বকালে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পাটনা কেন্দ্রের তত্ত্বাবধায়ক গৌতমী ভট্টাচার্য জানাচ্ছেন এই প্রাচীরের বয়স আনুমানিক ২০০০ বছর। ৩০ খ্রিস্টাব্দ থেকে ৩৭৫ খ্রিস্টাব্দ পর্যন্ত উত্তর ভারত, আফগানিস্তান-সহ এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে রাজত্ব ছিল কুষাণদের। বিহারের পাটনাও ছিল সেই রাজত্বেরই অংশ। ফলে, এই প্রাচীরও কুষাণ সম্রাটদের তৈরি বলেই প্রাথমিক অনুমান তাঁর। 

এই প্রথম নয়, এর আগেও পাটনা থেকে হদিশ মিলেছিল মৌর্য যুগের একাধিক ধ্বংসাবশেষ। তবে কুষান সাম্রাজ্যের এই প্রাচীরের ঐতিহাসিক গুরুত্ব অনেক বেশি বলেই মনে করছেন প্রত্নতাত্ত্বিকরা। ইতিমধ্যেই এই প্রাচীরের সম্পর্কে প্রাথমিক তত্ত্ব ও রিপোর্ট পাঠানো হয়েছে দিল্লিতে এএসআই-এর মূল শাখায়। কিছুদিনের মধ্যেই শুরু হবে প্রাচীর সংরক্ষণের কাজ। সেইসঙ্গে দিল্লি থেকে আসবে গবেষকদের বিশেষ দল। সবমিলিয়ে এই নতুন আবিষ্কারকে ঘিরে এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে পাটনার কুমরাহা…

আরও পড়ুন
পৃথিবীর ইতিহাসে অন্যতম মহামূল্যবান গ্রন্থের সঙ্গে জড়িয়ে রয়েছে অভিশাপও!

Powered by Froala Editor

আরও পড়ুন
সিনেমা দেখে অনুপ্রেরণা, ২৬ শিশুকে জ্যান্ত কবর, মার্কিন ইতিহাসের করুণ অধ্যায়