১,৫০০ বছর আগের সাবধানবাণী, শিলালিপিতে খোদাই করা পরিবেশ দূষণের কথা

বিশাল বড় একটি পাথর। তাতে লাল রঙে আঁকিবুঁকি কাটা। ওই আঁকিবুঁকিগুলো আসলে প্রাচীন লিপি। কিন্তু কী লেখা আছে ওখানে? এতদিন গবেষকরা মনে করতেন, কোনও যুদ্ধের বর্ণনা দেওয়া আছে ওখানে। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে, তা নয়, প্রাচীন এই লিপিতে পরিবেশ দূষণের কথাই লেখা আছে, আছে সেই সম্পর্কে সাবধানবাণীও!

নবম খ্রিস্টাব্দে সুইডেনের লেক ভেটার্ন থেকে এই রোক স্টোনটি উদ্ধার করা হয়। তারপর থেকে, এই এটিই সবথেকে বৃহৎ রানিক ইন্সক্রিপশন। এটি আসলে প্রাচীন জার্মান উপজাতির সাংকেতিক লিপি। কিন্তু এখানে ঠিক কী লেখা আছে, তাই নিয়ে ঐতিহাসিক ও গবেষকদের মধ্যে দীর্ঘদিনের তরজা। যেহেতু সুইডেন থেকে উদ্ধার করা হয়েছিল, তাই অনেকে মনে করতেন কোনো ভাইকিংদের যুদ্ধ সম্পর্কেই বিশদ বর্ণনা আছে এখানে।

কিন্তু সাম্প্রতিক কিছু গবেষণা সম্পূর্ণ নতুন একটি তথ্য দিচ্ছে। বলা হচ্ছে, পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন এবং তার ক্ষতিকর প্রভাব নিয়েই এখানে লেখা আছে। কারণ এই লিপি যে সময়কার বলে মনে করা হচ্ছে (আনুমানিক ৫৩৬-৫৫০ খ্রিস্টাব্দের মধ্যে), সে সময় স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলিতে জলবায়ু ও পরিবেশ জনিত একটি সমস্যা ছিল। অনেক অগ্ন্যুৎপাতের ঘটনা যেমন ঘটে, তেমনি কিছু জায়গায় তাপমাত্রা অনেক নিচে নেমে যায়। অনেক মানুষ মারাও যায় সে-কারণে। সেই কাহিনি এবং এর সম্পর্কে সতর্কবার্তাই সম্ভবত এই রোক রান স্টোনে লেখা রয়েছে, বলছেন গবেষকরা।

Latest News See More