প্রাচীন মানবের আঁকা চিতাবাঘের প্রতিকৃতি, তেলেঙ্গানায় আবিষ্কৃত আশ্চর্য গুহাচিত্র

সিন্ধু সভ্যতারও কয়েক হাজার বছর আগে থেকেই দক্ষিণ ভারতে গড়ে উঠেছিল মানুষের আদি বসতি। ভিমবেটকার গুহাচিত্রই তার অন্যতম প্রমাণ। তবে শুধু মধ্যপ্রদেশ নয়, দক্ষিণ ভারতের একাধিক রাজ্যেই অল্পবিস্তর পাওয়া গেছে প্রাচীন গুহাচিত্রের নিদর্শন। আর সেই তালিকায় আবশ্যিকভাবেই উঠে আসবে তেলেঙ্গানার (Telengana) নাম। কেবলমাত্র বিগত দু’দশকেই সেখানে আবিষ্কৃত হয়েছে চল্লিশটির বেশি গুহাচিত্র। এবার দক্ষিণের এই রাজ্যেই ফের সন্ধান মিলল আরও একটি প্রাগৈতিহাসিক রক পেইন্টিং (Rock Paintings) সাইটের।

মাহবুবনগর জেলার নন্দীপেট গ্রামের কাছেই এই আশ্চর্য গুহাচিত্রের নিদর্শন আবিষ্কার করলেন ‘কোঠা তেলেঙ্গানা চরিত্র ব্রুন্ডাম’-এর ঐতিহাসিকরা। গবেষকদের অনুমান চ্যালকোলিথিক অর্থাৎ তাম্রপ্রস্তর যুগে আঁকা হয়েছিল এই গুহাচিত্র। অর্থাৎ, এই ছবিগুলির বয়স ৪ থেকে ১০ হাজার বছর। 

তেলেঙ্গানার স্থানীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, নন্দীপেট গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরেই অবস্থিত জঙ্গলে ঘেরা ছোট্ট একটি টিলায় হদিশ মিলেছে গুহাচিত্রগুলির। যার মধ্যে রয়েছে ধনুক হাতে আদিম মানুষের চিতাবাঘ শিকারের ছবি, হরিণ, মোষ এবং লম্বা লেজ-বিশিষ্ট অজানা এক প্রাণীর ছবি। উল্লেখ্য, এই প্রথম ভারতে প্রাপ্ত কোনো গুহাচিত্রে সন্ধান মিলল চিতাবাঘের। পাশাপাশি চারপেয়ে প্রাণীর পিঠে চড়ে শিকার করার গুহাচিত্রও একপ্রকার বিরল ভারতে। 

এই টিলার কয়েক মিটার দূরত্বে আবিষ্কৃত হয়েছে পাথরের তৈরি বোল্ডার ঘেরা একটি গুহাও। সেখানেও রয়েছে কিছু গুহাচিত্রের নিদর্শন। গবেষকদের ধারণা, এই গুহাতেই আগে বসবাস করত ভারতীয়দের আদিম পূর্বপুরুষরা। অন্ততপক্ষে ১২ জন মানুষ থাকতে পারেন এই গুহায়, এমনটাই অনুমান বিজ্ঞানীদের।

মাস কয়েক আগেই তেলেঙ্গানার ইয়াদাদ্রি ভুবনগিরি জেলার কাসিপেটায় সন্ধান মিলেছিল বেশ কিছু গুহাচিত্রের। লাল প্রাকৃতিক রঙে আঁকা সেই গুহাচিত্রের সঙ্গে সদ্য-আবিষ্কৃত গুহাচিত্রের কোনো যোগসূত্র আছে কিনা, তা পরীক্ষা করে দেখছেন গবেষকরা। কে বলতে পারে, এই নিরীক্ষণই হয়তো খুলে দিতে পারে ইতিহাসের অজানা কোনো অধ্যায়ের দরজা…

Powered by Froala Editor

Latest News See More