আমাজনের গভীরে এমন অসংখ্য জায়গা ছড়িয়ে রয়েছে যেখানে প্রবেশ করে সূর্যের আলো। সেইসঙ্গে হিংস্র প্রাণীর উপস্থিতি তো রয়েছেই। ফলে, আমাজনের কেন্দ্রে আধুনিক সভ্যতা গড়ে তোলা এক কথায় প্রায় অসম্ভব আজকের দিনেও। তবে কয়েক হাজার বছর আগে এমনটাই করে দেখিয়েছিলেন আমাজনের প্রাচীন ভূমিপুত্ররা। আমাজনের (Amazon) ক্রান্তীয় অরণ্যের মধ্যেই গড়ে উঠেছিল সভ্যতা। এবার তার প্রমাণ পেলেন প্রত্নতাত্ত্বিকরা।
পেরুর (Peru) মন্টেগ্রান্ডে (Montegrande) অঞ্চল। দূর থেকে দেখলে ছোট্ট একটি টিলা বলেই মনে হবে অঞ্চলটিকে। কয়েক দশক আগে পর্যন্তও আমাজনের ঘন অরণ্যে ঢাকা ছিল এই অঞ্চল। তবে ক্রমাগত বৃক্ষচ্ছেদন এবং নগরায়নের কারণে বর্তমানে অনেকটাই ফাঁকা হয়ে গেছে অঞ্চলটি। ফলে, স্বাভাবিকভাবেই সেখানে বসবাস শুরু করে কয়েকটি কৃষক পরিবার।
বছর দুয়েক আগে সেখানে চাষের জন্য খনন করতে গিয়েই অবাক হয়ে যান তাঁরা। মাটির তলা থেকে বেরিয়ে আসে বেশ কিছু মাটি ও পাথরের পাত্র। অবশ্য অবাক হলেও বিষয়টিকে ততটা গুরুত্ব দেননি তাঁরা। তবে সেই খবর ছড়িয়ে পড়তেই মন্টেগ্রান্ডে অনুসন্ধান শুরু করেছিলেন প্রত্নতাত্ত্বিকরা। কার্বন ডেটিং পদ্ধতিতে পরীক্ষা করা হয় সংশ্লিষ্ট অঞ্চলে প্রাপ্ত পাত্রগুলির বয়স। তাতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। আজকের নয়, পাত্রগুলির বয়স কমপক্ষে ৩ হাজার বছর!
আর টিলা? সেটি আদতে কোনো পাহাড় নয়। বরং একটি পিরামিডের ধ্বংসস্তূপ। সম্প্রতি খননের পরে এমনটাই জানাচ্ছেন প্রত্নতাত্ত্বিকরা। আমাজনের বুকে সম্পূর্ণ একটি প্রাচীন সভ্যতার অস্তিত্ব ছিল, তারই সবথেকে বড়ো প্রমাণ এটিই। তাছাড়াও গোটা অঞ্চলেই ছড়িয়ে ছিটিয় থাকা অসংখ্য নিদর্শন পেয়েছেন গবেষকরা।
আরও পড়ুন
ধ্বংসের থেকে ১০০ সেকেন্ড দূরে মানব সভ্যতা, বলছে ডুমসডে ক্লক
২ একর জমিতে সন্ধান মিলেছে অজস্র মাটির সামগ্রী, খাদ্যশস্য এবং মানুষের দেহাবশেষের। মাটির গভীরে পাথরের তৈরি সর্পিলাকার সভাকক্ষেরও সন্ধান পেয়েছেন গবেষকরা। কিন্তু কারা তৈরি করেছিল এই সভ্যতা? তাদের পরিচয়ই বা কী? এমন একটি সভ্যতার ধ্বংসের কারণই বা কী? সে ব্যাপারে এখনও নিশ্চিত হয়ে কিছুই বলতে পারছেন না গবেষকরা। তার জন্য প্রয়োজন আরও বিস্তারিত গবেষণা এবং পর্যবেক্ষণের। তবে সংশ্লিষ্ট অঞ্চলে প্রাপ্ত মানব দেহাবশেষের বিশ্লেষণ থেকে বেশ কিছু রহস্যের সমাধান হতে পারে বলেই আশাবাদী গবেষকরা। এই আবিষ্কারের ফলে ল্যাটিন আমেরিকার ইতিহাস অনেকটাই যে বদলে যেতে চলেছে আগামীদিনে, তাতে সন্দেহ নেই এতটুকু…
আরও পড়ুন
মিশরীয় সভ্যতারও ২০০০ বছর আগে মমি! কারা বানাতেন সেসব?
Powered by Froala Editor
আরও পড়ুন
সিন্ধু সভ্যতার ‘অনালোচিত’ শহর রাখিগড়িতে শুরু হচ্ছে খননকার্য