মাটির নিচে ২ হাজার বছরের প্রাচীন শহর, ঘরে-ঘরে পানীয় জলের পরিষেবা!

তুর্কির ওডেমিস জেলার সরকারি রাস্তা, আজও ব্যবসা-বাণিজ্যের জন্য অন্যতম প্রশস্ত রাজপথ সেটি। কিন্তু এই রাস্তার পিছনে যে লুকিয়ে আছে দীর্ঘ ইতিহাস, তার হদিশ এতদিন অনেকেই রাখতেন না। মাত্র ২ সপ্তাহ হল সেই ইতিহাসের হদিশ দিলেন প্রত্নতাত্ত্বিকরা। মাটি খুঁড়তেই খুঁজে পাওয়া গেল আস্ত একটি শহর। আর তার বয়স নয় নয় করে ২ হাজার বছর তো হবেই।

প্রাচীন লিডিয়ান সাম্রাজ্যের হাইপাইপা শহরের নাম ইতিহাসে পরিচিত হলেও তার প্রকৃত অবস্থান জানা ছিল না কারোরই। তবে সমস্ত তথ্য মিলিয়ে প্রত্নতাত্ত্বিকরা নিশ্চিত যে এই নতুন আবিষ্কৃত শহরটিই হাইপাইপা। রোমান সাম্রাজ্যের সার্ডস এবং এফেসাস শহরকে যুক্ত করে রেখেছিল এই শহরটিই। খননকারী দলের প্রধান প্রত্নতাত্ত্বিক ভেলি সেভিনের মতে, এফেসাসের পরেই এই এলাকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর ছিল হাইপাইপা। লিডিয়ান, বাইজেনটাইন এমনকি পরবর্তীকালে আজমের সাম্রাজ্যের সময়েও তার প্রতিপত্তি একটুও কমেনি।

হাইপাইপা শহরের পরিকল্পনা সত্যিই অবাক করেছে প্রত্নতাত্ত্বিকদের। তবে এখনও সেখানকার সবচেয়ে বিখ্যাত পানীয় জলের পরিষেবার বিষয়ে উপযুক্ত তথ্য জানা যায়নি। শোনা যায় জলের কষ্ট দূর করতে ঘরে ঘরে পাইপলাইন পৌঁছে গিয়েছিল এই শহরে। হয়তো কিছুদিনের মধ্যেই তার পূর্ণাঙ্গ পরিকল্পনা জানতে পারা যাবে। আজ থেকে ২ হাজার বছর আগে এমন পরিকল্পনা সত্যিই অবাক করে।

পাশাপাশি তুর্কি দেশের পর্যটন শিল্পেও এই খননকার্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন অধ্যাপক সেভিন। ইতিমধ্যে সেখানে মানুষের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। আর করোনা পরবর্তী সময়ে যে তুরস্কের ইতিহাসই অর্থনীতিকে ধরে রাখতে বড়ো ভূমিকা পালন করবে, সে-বিষয়ে আশাবাদী তিনি।

Powered by Froala Editor

Latest News See More