কাদায় আটকে মানুষ, সাহায্যের হাত বাড়িয়ে দিল ওরাং ওটাং

নদীতে আটকা পড়ে আছেন একজন মানুষ। বেরোতে পারছেন না কিছুতেই সেখান থেকে। ঘন জঙ্গলের মধ্যে এরকম হঠাৎ দুর্বিপাকে পড়বেন, সেটা ভাবেননি। সাহায্য করার জন্য ডাকছেন। এমন সময় এল সাহায্য। কালো, লোমশ একটি হাত। ঘন সেই লোমের রং কমলা। মানুষ নয়, বরং ওই ব্যক্তিকে উদ্ধার করার জন্য এগিয়ে এসেছে একটি ওরাং ওটাং!

সম্প্রতি এমনই একটি খবর ভাইরাল হল নেট দুনিয়ায়। ঘটনাটি ঘটেছে বোর্নিও’র কনজারভেশন ফরেস্ট এলাকায়। ওখানকার ওরাং ওটাং সারভাইভাল ফাউন্ডেশনের এক কর্মী ওই এলাকায় এসেছিলেন সাপ খুঁজতে। সেই সূত্রেই নদীতে নামেন তিনি। কিন্তু নদীর কাদামাটির ভেতর তাঁর পা আটকে যায়। কিছুতেই বের হতে পারছিলেন না তিনি। সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন।

তখনই এগিয়ে আসে একটি ওরাং ওটাং। ওইভাবে লোকটিকে দেখে, সে তার হাত বাড়িয়ে দেয় সাহায্যের জন্য। সে-ই লোকটিকে নদী থেকে উদ্ধার করে। আর এই ঘটনারই ছবি তুলেছিলেন অনিল প্রভাকর। বন্ধুদের সঙ্গে সাফারিতে এসেছিলেন তিনি। তখনই ঘটে এমন ঘটনা।

ছবি প্রকাশ্যে আসার পর, ভাইরাল হয়ে যায় এটি। মানুষ এবং পশুর এমন ভালবাসা, সহাবস্থানের ভিডিও বা ছবি নিত্যদিনই ভাইরাল হয়। ট্রেনে, বাসে যাতায়াতের সময় সেসব দেখি আমরা, ছড়িয়েও দিই সব জায়গায়। কিন্তু বাস্তব জীবনে কি করি? আসুন না, সবাই মিলে এভাবেই তৈরি করা যাক সুন্দর একটা পরিবেশ। সমস্ত মারামারি, হিংসার ঊর্ধ্বে গিয়ে একে অন্যের হাতটুকু ধরতে, এই ওরাং ওটাংয়ের মতো। ওরাও থাকুক না আমাদের সঙ্গে…

Latest News See More