ঝাপসা হয়ে আসছে দৃষ্টিশক্তি, অন্ধত্বের আশঙ্কায় ভুগছেন অমিতাভ

বয়েস বেড়েছে তাঁর। কিন্তু বার্ধক্য কোনোভাবেই প্রভাব ফেলেনি তাঁর কাজে। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে সিলভার স্ক্রিন কাঁপিয়ে যাচ্ছেন বিগ বি। তবে, দৃষ্টিশক্তি তাঁর নতুন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি এ-কথাই নিজের ব্লগে জানালেন অমিতাভ বচ্চন।

অমিতাভ লিখেছেন, দৃষ্টি দিন দিন ঝাপসা হয়ে আসছে তাঁর। অনেক অনেক শারীরিক সমস্যার পাশাপাশি এই নতুন সংযোজনে বেশ আতঙ্কিত তিনি। আশঙ্কাও প্রকাশ করেছেন, তবে কি অদূর ভবিষ্যতে অন্ধত্বের কাছে ধরা দিতে হবে?

যদিও অন্ধত্বের কোনো সম্ভাবনা যে নেই, তা জানিয়ে, ইতিমধ্যেই চিকিৎসকরা আশ্বস্ত করেছেন তাঁকে। উল্লেখ্য, ২০১৫-র শুরুর দিকেই ইউনিসেফের একটি সচেতনতা প্রচারের ভিডিওতে দেখা গিয়েছিল বিগ-বি কে। প্রকাশ্যে এসেছিল, নষ্ট হয়ে গেছে তাঁর লিভার। মাত্র ২৫ শতাংশ লিভারের উপরেই ভরসা করে চলতে হয় তাঁকে। ওই ভিডিও ক্লিপেই তিনি জানিয়েছিলেন ১৯৮৩-র একটি দুর্ঘটনার কথা। কুলি সিনেমার শুটিংয়ের সময় ঘটেছিল ওই দুর্ঘটনা। ৬০ বোতল রক্ত দিতে হয়েছিল তাঁকে। কিন্তু দুর্ভাগ্যক্রমে অস্ত্রোপচারের সময় হেপাটাইটিস-বি রোগীর রক্ত দেওয়া হয়েছিল তাঁর শরীরে। এই ভিডিও ক্লিপিং প্রকাশের কিছু বছর পরে, এই কিংবদন্তি জানতে পেরেছিলেন ওই ২৫ শতাংশ লিভার-ও বন্ধ করেছে কাজ।

বর্তমানে লকডাউনের জেরে বাড়িতেই বন্দি তিনি। সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। এর মধ্যেই মায়ের স্মৃতিচারণ করেছেন ব্লগে। লিখেছেন, ছোটোবেলায় চোখের যন্ত্রণা করলে, তাঁর মা আঁচল দলা পাকিয়ে মুখের ভাপ দিতেন। তারপর চোখে চেপে ধরলে ব্যথা চলে যেত। তাঁর মায়ের এই গার্হস্থ্য কৌশল এখনো ভীষণ রকম স্বস্তি দেয় তাঁকে। তবে দীর্ঘ সময় কম্পিউটারের দিকে তাকিয়েই এই সমস্যা, এমনটাই জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন তিনি।
বর্তমানে ডাক্তারের পরামর্শেই রয়েছেন। নিচ্ছেন প্রতিনিয়ত চোখের ড্রপ। আশা করা যায়, দ্রুত অবস্থার উন্নতি হবে তাঁর দৃষ্টিশক্তির।

Latest News See More