সম্প্রতি বাংলার থ্রিলারপ্রেমীদের নতুন করে চমক দিয়েছেন পরিচালক সৌরভ চক্রবর্তী। অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘হইচই’-এ আসছে তাঁর নতুন ওয়েব সিরিজ ‘শব্দ জব্দ’। বাংলা ওয়েব সিরিজে প্রথমবার দেখা যাবে অভিনেতা রজত কাপুরকে। ইতিমধ্যেই সিরিজটির টিজার সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে। এমনকি, মুগ্ধ হয়েছেন স্বয়ং অমিতাভ বচ্চনকেও। রবিবার গভীর রাতে ‘শব্দ জব্দ’ প্রসঙ্গে বিগ বি’র এই টুইট চমকে দিয়েছে ছবির কলাকুশলীদের।
সিরিজের অন্যতম প্রযোজক ঈশিতা সরকার প্রহরের প্রতিনিধিদের বলছিলেন, “একটু বেশি রাতেই টুইটটি করেছিলেন বিগ বি। প্রথমে আমি কেন, আমাদের কারোরই বিশ্বাস হয়নি। উনি যে দেখেছেন, আর সেটা যে ভালোও লেগেছে, সেটাই আমাদের কাছে অনেক পাওয়া। তারপর উনি টুইট করেছেন ‘শব্দ জব্দ’ নিয়ে, এটা ভাবাও যায় না।” প্রসঙ্গত, এই সিরিজের অন্যতম অভিনেত্রী কঙ্কনা চক্রবর্তীর সঙ্গে অমিতাভ বচ্চনের বহুদিনের পরিচয়। এখন আমেরিকা নিবাসী কঙ্কনা নিজের প্রতিটি কাজই শেয়ার করেন অমিতাভের সঙ্গে। এর আগেও কঙ্কনার একটি শর্ট ফিল্ম নিয়ে টুইট করেছিলেন তিনি, কয়েক বছর আগে। কিন্তু বাংলা ওয়েব সিরিজের টিজার দেখেই যে তা টুইট করবেন অমিতাভ, তা ভাবতে পারেননি কঙ্কনাও।
‘শব্দ জব্দ’ যে মূলত থ্রিলার, সেটা টিজার থেকেই স্পষ্ট। পরিচালক গল্পের ছোট্ট আভাস দিলেও, সুতো পুরোপুরি ছাড়েননি। কিন্তু তাতেই নজর কেড়েছে এটি। কোনও ডায়লগ নয়, শুধু শব্দ ও আবহ দিয়ে সাজানো টিজার ‘থ্রিল’টাকে নিঃসন্দেহে বাড়িয়ে দিয়েছে বহুগুণ। একজন লেখক, তাঁর কাজ, তাঁর জীবন, এবং আশেপাশের মানুষ— সমস্ত কিছুই যেন রহস্যের ভেতর রয়েছে। খবরের কাগজের ‘শব্দছক’-এর মতই একটু একটু করে সাজিয়ে নিতে হবে পুরোটা। থ্রিলারটি যে ব্যাতিক্রমী হতে চলেছে, তা স্পষ্ট।
এই সমস্ত কথাকেই মান্যতা দিলেন অমিতাভ বচ্চন। নিছক ব্যক্তিগত আলাপের জন্য তাঁর মতো একজন অভিনেতা যে এই টুইটটি করেননি, সেটা বলাই যায়। রজত কাপুরের মতো অভিনেতাও স্ক্রিপ্ট ভালো লেগেছে বলেই এসেছেন। সব মিলিয়ে, বাংলা ওয়েব সিরিজের ইতিহাসে এটি প্রায় একটি নজিরবিহীন ঘটনা বলাই যায়।