কোভিড পরিস্থিতির জেরে দেশের আর্থিক বৃদ্ধির হার তলানিতে অনেকদিনই। রাতারাতি কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন বহু লোক। সম্প্রতি চালানো একটি সমীক্ষায় আরও একটি তথ্য উঠে এসেছে সামনে। সিএমআইই-র পরিসংখ্যান বলছে, টানা দু’সপ্তাহে গ্রামে বেকারত্বের হার বাড়ছে লাফিয়ে। গোটা দেশের ক্ষেত্রেও সার্বিকভাবে এই হার নেমে এসেছে ৮ শতাংশে।
গত সপ্তাহে গ্রামে বেকারত্বের হার ছিল ৭.৬৬ শতাংশ, যেখানে শহরাঞ্চলে এই হার ৯.৪৩ শতাংশ। ১৯ জুলাই অর্থাৎ তার আগের সপ্তাহে এই হার যথাক্রমে ছিল ৭.১০ শতাংশ ও ৯.৭৮ শতাংশ। দেশের ক্ষেত্রে ছবিটা ৭.৯৪ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৮.২১ শতাংশ।
অর্থাৎ স্পষ্ট, শহরের তুলনায় গ্রামে বেকারত্বের হার বাড়ছে দ্রুতগতিতে। সমীক্ষা অনুযায়ী, আনলক পর্বে শহরে অসংগঠিত ক্ষেত্রে কাজে ফিরছেন অনেকেই। বাড়ির পরিচারিকা থেকে অ্যাপ-ক্যাবের চালক সকলেই জীবিকার কারণে চেষ্টা করছেন পুরোনো রুটিনে ফিরে যেতে। তাছাড়া, বর্তমান পরিস্থিতিতে নতুন কাজ খোঁজার সংখ্যাটাও হাতে গোনা। বিশেষজ্ঞদের মতে, শহরে বেকারত্বের হার কমার এটিও একটি বড়ো কারণ।
অন্যদিকে কাজ হারিয়ে গ্রামে ফিরেছেন লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক। শহর থেকে কাজ হারিয়ে গ্রামে ফিরেছেন অন্য কর্মীরাও। স্বভাবতই এত লোকের কাজের যোগান একশো দিনের প্রকল্প কিংবা গরিব কল্যাণ যোজনার মাধ্যমে দেওয়া সম্ভব হচ্ছে না। গ্রামাঞ্চলে বেকারত্বের গ্রাফটাও তাই উর্দ্ধমুখী। চিত্রটা কবে বদলায় এখন সেটাই দেখার।
Powered by Froala Editor