ক্ষতি হবে ব্যবসার, পরিবেশ দূষণকে ‘ভুয়ো’ দাবি এই চার মার্কিন সংস্থার

একের পর এক গাছ পুড়ছে। আমাজন, সুমাত্রা, আফ্রিকা— প্রকৃতি ধ্বংসের তালিকা লম্বা হচ্ছে ক্রমশ। কয়লার ব্যবহার কমানোর কথা বলা হচ্ছে সব মহল থেকে। পুরোটাই হচ্ছে পরিবেশকে বাঁচানোর জন্য। কিন্তু এবার এর বিরুদ্ধেই আওয়াজ তুলেছে আমেরিকার চার শীর্ষ রেলরোড সংস্থা। কারণ, তাঁদের মতে, রেলের মতো ‘পরিবেশবান্ধব যান’ আর নেই। তাই এগুলোকে বন্ধ করা যাবে না। পরিবেশের দোহাইও দেওয়া যাবে না।

আগেকার দিনে যেমন বাস্পচালিত ইঞ্জিন ছিল, এখন আর তেমন নেই। তাই এই চার রেলরোড কোম্পানির বক্তব্যকে খারিজ করা যায় না। কিন্তু তাঁদের এই অবস্থানে অনেকেই বিপদের গন্ধ পেয়েছেন। বিএনএসএফ রেলওয়ে, নরফোক সাউদার্ন, ইউনিয়ন প্যাসিফিক, সিএসএক্স— আমেরিকার এই চারটি শীর্ষ রেলরোড সংস্থা মূলত কয়লার ব্যবসার সঙ্গে যুক্ত। আর পরিসংখ্যান বলছে, আমেরিকায় যত কয়লা ব্যবহৃত হয়, তার ৭০ শতাংশ ছড়িয়ে পড়ে রেলপথের মাধ্যমে। আর তাতে লাভও নাকি বিস্তর।

পরিবেশ বাঁচানোর জন্য পৃথিবীর নানা জায়গায় আন্দোলন চলছে। আমেরিকাও তার ব্যাতিক্রম নয়। জীবাশ্ম জ্বালানির ব্যবহার, বিশেষ করে কয়লার ব্যবহার বন্ধ করার কথা বলেছে অনেকেই। এতে বিপদের গন্ধ পেয়েছে এই সংস্থাগুলি। ব্যবসায় ক্ষতি হবে বিস্তর, তাই ২০১৪ সাল থেকেই সংস্থাগুলি পরিবেশ বাঁচানোর আন্দোলনের বিরুদ্ধে আওয়াজ তুলছে। তাঁদের মতে, জলবায়ু পরিবর্তন নাকি মেকি ঘটনা, তত্ত্বকথা। বাস্তবে নাকি এসব কিছুই হচ্ছে না। স্রেফ ব্যবসার জন্য, নিজের মুনাফা টিকিয়ে রাখার জন্য পরিবেশকে আরও বিষিয়ে দেওয়া হচ্ছে। তাহলে টাকার কাছে, লোভের কাছে কি হেরে যাবে প্রকৃতি? শঙ্কায় পরিবেশকর্মীরা। শঙ্কায় আমরা।