গত বছরই ভয়াল আগুনের গ্রাসে চলে গিয়েছিল আমাজন অরণ্য। এবার সেই আমাজন আবারও ভয়ংকর বিপদের সামনে দাঁড়িয়ে। তবে আগুন কিংবা বন্যা নয়, এবারের বিপদ করোনা ভাইরাস। ব্রাজিলের আমাজনের আদিবাসীদের মধ্যেও থাবা বসাল এই রোগ। যা নিয়ে ব্রাজিল তো বটেই, গোটা বিশ্ব চিন্তায়।
সম্প্রতি সেখানে পরীক্ষার মাধ্যমে জানা যায়, আমাজনের বছর পনেরোর এক আদিবাসী কিশোরের শরীরে বাসা বেঁধেছে করোনা ভাইরাস। ইয়ানোমামি গোষ্ঠীর এই কিশোর কী ভাবে আক্রান্ত হল, সে সম্পর্কে কিছু জানা যায়নি। আপাতত তাকে ব্রাজিলের বোয়া ভিস্তা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী এই নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন। অবশ্য সবার আসল ভয়ের জায়গা অন্যত্র।
আমাজনের ঘন জঙ্গলে কয়েক লাখ আদিবাসীদের বসবাস। নিজেদের মতো করে, নিজেদের আইনে তাঁরা থাকেন। একসঙ্গে মেলামেশা করেন। করোনার খবর তাঁদের কাছে কতটা ভালোভাবে পৌঁছেছে, তা বলা যাচ্ছে না। কিন্তু ইতিমধ্যেই সেখানে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এর আগে আরও একজনের দেহেও করোনা সংক্রমণ ঘটেছিল। বছর কুড়ির সেই মেয়েটি অবশ্য স্বাস্থ্যকর্মী ছিল। এক ডাক্তারের থেকে ছড়িয়েছে সেই রোগ। কিন্তু সেখানেই যে থেমে নেই, আমাজনের আদিবাসী কিশোরের করোনা আক্রমণ সেটাই প্রমাণ করে।
সবথেকে বড়ো ভয় গোষ্ঠী সংক্রমণের। যদি সেরকম সচেতন না হন তাঁরা, তাহলে কী অবস্থা হবে সেটা বলাই বাহুল্য। সেই বিপর্যয় যাতে শুরু না হয়, তার জন্যই সতর্কতা জারি হয়েছে। আদিবাসী কিশোরটির করোনা সংক্রমণ সেই ভয়কেই উস্কে দিল।