তথাকথিত মিটিং হয় বন্ধ দরজার ভিতর চার দেওয়ালের ঘরে। কিন্তু এই মিটিংটা হল একটু অন্যরকম ভাবে। কলম্বিয়ার আদিবাসী অঞ্চলের একটি খড়ের ছাউনি দেওয়া কুঁড়েঘরে বৈঠক করলেন আমাজন সংলগ্ন সাতটি দেশগুলির রাষ্ট্রপতিরা।
আমাজন বনভূমিতে আগুন লাগার ফলে ব্রাজিল ও বলিভিয়ার যথেষ্ট ক্ষতি হয়েছে। সারা বিশ্ব জুড়ে প্রতিবাদ জানিয়েছেন মানুষ। তারই ফলশ্রুতি এই বৈঠক। বৈঠক শুরু হয় একটি কুঁড়েঘরে, স্থানীয় ভাষায় যার নাম 'মালোকা'। মিটিং-এ উপস্থিত ছিলেন তিকুনা উপজাতির মানুষজনও। তাঁদের উপস্থিতিতেই স্বাক্ষরিত হয় ‘লেটিশিয়া প্যাক্ট ফর দি আমাজন’। আমাজন বনভূমির সুরক্ষা আরও বৃদ্ধির জন্যই এই চুক্তি স্বাক্ষরিত হয়।
আমাজন ঘটনায় তৎপর না হওয়ার জন্য যথেচ্ছভাবে সমালোচিত হয়েছেন ব্রাজিল প্রেসিডেন্ট জায়ের বলসোনারো। যদিও সুর নরম করে এখন তিনি বলছেন, ‘প্রত্যেক দেশ যাতে আমাজন অঞ্চলের বিষয়ে সর্বোৎকৃষ্ট নীতি গ্রহণ করে, তা লক্ষ রাখতে হবে। এর জন্য আমাদের আরো দৃঢ় অবস্থান নিতে হবে।’