স্মোকিং জোন থাকলেও নেই ব্রেস্টফিডিং-এর জায়গা, পাঁচতারা হোটেলে বিপাকে মা

কলকাতা শহরে বড় হোটেলের অভাব নেই। ঝাঁ-চকচকে হোটেলগুলিতে সুযোগ-সুবিধাও পাওয়া যায় যথেষ্ট। তবু কিছু-কিছু খামতি তো থেকেই যায়। আর সেই খামতিগুলোই ব্যক্তিবিশেষে সমস্যার হয়ে দাঁড়ায়। তেমনই এক সমস্যার কথা ফেসবুক পোস্টে জানিয়েছেন দেবলীনা আচার্য।

দেবলীনা লেখেন, সোমবার তিনি কলকাতার 'আইটিসি সোনার' হোটেলের দার্জিলিং ক্যাফে লাউঞ্জে গিয়েছিলেন। ওখানকার চা এবং পরিবেশের প্রশংসাও করেন তিনি। বলেন, সেখানকার সবকিছুই খুব ভালো। কিন্তু অবাক হন এই দেখে যে, অত বড় হোটেলে কোথাও ব্রেস্টফিডিং অর্থাৎ সন্তানকে দুধ খাওয়ানোর আলাদা কোনো জায়গা নেই।

মেয়েকে নিয়েই তিনি গিয়েছিলেন গতকাল হোটেলটিতে। দেবলীনার কথায়, তাঁর দু’মাসের কন্যাসন্তান সম্পূর্ণভাবেই মাতৃদুগ্ধের ওপর নির্ভরশীল। আইটিসি সোনার-এ সুসজ্জিত স্মোকিং প্লেস থাকলেও, ব্রেস্টফিডিং-এর পৃথক কোনো ব্যবস্থাই নেই। হোটেলের কর্মচারীদের কিছু ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ করলেও, সাহায্য করেনি কেউই।

ফেসবুকের মাধ্যমেই হোটেল কর্তৃপক্ষকে অনুরোধ করেন দেবলীনা, যাতে শীঘ্রই এই সমস্যার সুরাহা হয় এবং ওখানে গিয়ে যেন আর কোনো মা-কে এই সমস্যার মুখোমুখি হতে না হয়।

প্রসঙ্গত, এমনই একটি ঘটনা নিয়ে কয়েকমাস আগেই তোলপাড় হয়েছিল কলকাতার সাউথ সিটি মল। সেখানেও ছিল না ব্রেস্টফিডিং-এর জায়গা। দেবলীনার পোস্ট প্রমাণ করে দিল, শহরের সার্বিক ছবিটা বদলায়নি মোটেই।

সৌজন্য - ফেসবুক