অনলাইনেই চিড়িয়াখানা ‘ঘুরে’ আসতে পারবেন দর্শকরা, উদ্যোগ রাজ্যের

আরও একটা রবিবার, মানে ছুটির দিন। আর ছুটির দিনে আউটিং মানেই বাঙালির অন্যতম প্রিয় ঠিকানা চিড়িয়াখানা। কন্তু বর্তমান পরিস্থিতিতে আর একেকটি দিনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। প্রতিটা দিনই কাটছে গৃহবন্দি। এদিকে বাঘ-হরিণ-ময়ূর-শিম্পাঞ্জির দেখা না পেয়ে কচিকাঁচাদের মতোই হাঁপিয়ে উঠেছে বড়রাও। কিন্তু এবার তাঁদের জন্য সুখবর নিয়ে এল চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এবার থেকে প্রতিদিন বাড়িতে বসেই দেখা মিলবে চিড়িয়াখানার প্রাণীদের।

রাজ্য সরকারের নির্দেশ মেনে আজ থেকে লাইভ স্ট্রিমিং-এর পরিষেবা নিয়ে এল আলিপুর এবং দার্জিলিং চিড়িয়াখানা কর্তৃপক্ষ। মত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন এই পরিষেবার। আপাতত প্রতিদিন ১ ঘণ্টা করে দুবার ফেসবুক লাইভে দেখা যাবে চিড়িয়াখানার সদস্যদের। সকালে ৯টা থেকে ১০টা এবং দুপুরে ৩টে থেকে ৪টে দেখা যাবে তাদের। পরে এই নির্ঘণ্ট পরিবর্তিত হতে পারে।

লকডাউনের ফলে বন্ধ হয়ে যায় চিড়িয়াখানা। এরপর ক্রমশ জনজীবন স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনার চেষ্টা করা হলেও যেকোনো রকম জমায়েতের উপরেই জারি থাকছে নিষেধাজ্ঞা। আর তাই চিড়িয়াখানা খোলার কোনো সম্ভবনা আপাতত নেই। এই অবস্থায় সমস্ত দেশেই আর্থিক ক্ষতির মুখে পড়েছে চিড়িয়াখানাগুলি। সেইসঙ্গে একধরনের অবসাদ গ্রাস করেছে প্রাণীদেরও। ফলে বিকল্প পরিষেবার কথা ভাবছেন অনেকেই। কিন্তু চোখের সামনে প্রাণীদের চলাফেরা দেখার, তাদের গায়ের গন্ধ অনুভব করার বিকল্প কি খুঁজে পাওয়া যাবে অনলাইন পরিষেবায়? রাজ্য সরকার এবং চিড়িয়াখানা কর্তৃপক্ষ অবশ্য আশাবাদী যে এই পরিষেবা মানুষকে আকর্ষণ করবে। বাকি উত্তর সময়ই দেবে।

Powered by Froala Editor

আরও পড়ুন
চিড়িয়াখানার দর্শক একদল কুকুর-বেড়াল, ব্যতিক্রমী দৃশ্য আমেরিকার টেক্সাসে

Latest News See More