সংকটে আলাস্কা, এই প্রথম হারিয়ে গেল হিমবাহের অস্তিত্ব

আলাস্কা। নামটা শুনলেই মনে পড়ে অন্তহীন বরফের চাদর, তুষারপাত, পরিযায়ী পাখির দল এবং অবশ্যই তুন্দ্রা অরণ্য। কিন্তু বর্তমান পরিবেশের পরিস্থিতিতে ঠিক কেমন আছে আলাস্কা?

দুর্ভাগ্যজনক হলেও, ওপরের বর্ণনাগুলি আস্তে আস্তে হারাতে বসেছে আলাস্কা। ক্রমবর্ধমান উষ্ণতায়, পৃথিবীর নানা জায়গায় বরফ গলে পড়ছে। ব্যতিক্রম নয় আলাস্কাও।  আলাস্কার ‘ওজোকুল হিমবাহ’ গলে গেছে সম্পূর্ণভাবে। এবং আগামী ২০০ বছরের মধ্যে সেখানকার সব হিমবাহই হারিয়ে যাবে – আশঙ্কা করা হচ্ছে এমনটাই। বিজ্ঞানীরাও চমকে গেছেন এত দ্রুত হারে হিমবাহের গলে যাওয়া দেখে। তাঁদের অনুমান ছিল, ২০৭০ সালের আগে শুরু হবে না এই প্রক্রিয়া। সবাইকে চমকে দিয়ে, হিমবাহ হিসেবে অস্তিত্ব হারাল ওজোকুল।

বেশ কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। গ্রিনল্যান্ডের বিস্তৃত জমি, এবং সেখানকার প্রাকৃতিক ও খনিজ সম্পদের দিকে বারেবারে দৃষ্টি দিয়েছে ধনতান্ত্রিক দেশগুলো। আলাস্কাও তার বাইরে নয়। শুধুমাত্র পুঁজি বৃদ্ধির জন্য, আগ্রাসনের জন্য প্রকৃতিকে শেষ করে দেওয়ার এই নৃশংসতা ঠিক কবে শেষ হবে? কী ব্যবস্থা নেবে মানুষ? উত্তর নেই!