শহরের কংক্রিটের জঙ্গলের মধ্যে একটুকরো সবুজের ছোঁয়া পেতে কে না চায়! ফ্ল্যাটের ব্যালকনিতে বা বাড়ির বারান্দায় গাছ লাগানোর ইচ্ছা অনেকেরই থাকে। কিন্তু তার জন্য মাটি তৈরি করা থেকে শুরু করে আরও নানা ধরণের জটিলতার কারণে পেরে ওঠেন না সবাই। তাছাড়া একবার গাছ লাগালেই তো হল না, সবসময় তার যত্নও নিতে হবে। কিন্তু যদি এইসমস্ত জটিলতার কোনো প্রয়োজনই না থাকে? যদি মাটি ছাড়াই তৈরি করে ফেলা যায় বাগান?
এমনই অবাক করা প্রযুক্তি নিয়ে এবার হাজির হল দিল্লির নতুন প্রযুক্তি সংস্থা অ্যাগ্রো-২০। মাটি ছাড়া উদ্ভিদ প্রতিপালনের পদ্ধতি হাইড্রোপনিক্স ইউরোপ ও আমেরিকার দেশগুলিতে বেশ জনপ্রিয়। তবে ভারতে এরকম ব্যবস্থা খুব বেশি নেই। আর এই নতুন প্রযুক্তির আরও একটি অভিনব দিক হল, শুধুই হাইড্রোপনিক্স প্রযুক্তি নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে গাছের বেড়ে ওঠার সম্পূর্ণ দেখভাল করবে যন্ত্রই। যন্ত্রই জানিয়ে দেবে কখন জলের চাহিদা রয়েছে। সেই অনুযায়ী শুধু জল দিতে হবে। তাতেও পরিমাপের কোনো প্রয়োজন নেই। গাছের প্রজাতি অনুযায়ী জলের সরবরাহ নিয়ন্ত্রণ করবে এই যন্ত্র।
প্লাস্টিক এবং ধাতুর তৈরি টবের আকৃতির এই যন্ত্রের সঙ্গেই থাকবে একটি নিউট্রিশন কার্টিজ। এই কার্টিজ থেকেই নাইট্রোজেন, পটাশিয়াম এবং অন্যান্য প্রয়োজনীয় খনিজ ও গ্যাসীয় পদার্থ সরবরাহ করা হবে। তবে গাছটি ঔষধি প্রজাতির, নাকি ফুল বা ফলের গাছ নাকি শৌখিন গাছ তা আগে থেকে জানিয়ে দিতে হবে। সেই অনুযায়ী সমস্ত পুষ্টিদ্রব্য সরবরাহ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। যন্ত্রের সঙ্গে ওয়াই-ফাই-এর সাহায্যে জুড়ে নেওয়া যাবে স্মার্ট ফোনটিকেও। ফলে দূরে থেকেও জানা যাবে গাছ সুস্থ আছে কিনা অথবা তার জন্য জলের প্রয়োজন আছে কিনা। কার্টিজের খাবারের পরিমাণ শেষ হয়ে এলেও যন্ত্রই জানিয়ে দেবে।
ইতিমধ্যে সংস্থার নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে শুরু হয়ে গিয়েছে প্রি-বুকিং। তবে বাজারে এই প্রযুক্তি আসতে এখনও কয়েকমাস অপেক্ষা করতে হবে। জুলাই মাস নাগাদ পুরোদমে ব্যবসা শুরু হয়ে যাবে বলেই জানিয়েছে অ্যাগ্রো-২০। আজকের নাগরিক মানুষের ব্যস্ত জীবনে গাছ লাগানোর সময় কোথায়? অথচ সবুজের অভাবে চারিদিক ধূসর হয়ে উঠছে। পরিবেশের পাশাপাশি ছাপ পড়ছে মানুষের মানসিক স্বাস্থ্যেও। এই অবস্থায় এই অভিনব প্রযুক্তি কি বিপ্লব আনতে পারবে? ভারতের মানুষ এই প্রযুক্তিকে কতটা গ্রহণ করবে, তা সময় বলবে।
আরও পড়ুন
কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে প্রাচীনতম বাইবেলের রহস্যোদ্ঘাটন
Powered by Froala Editor
আরও পড়ুন
কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যেই ধরা পড়বে ব্রেইন টিউমার, ইনটেলের অভিনব আবিষ্কার