গত ২ অক্টোবর ব্রাজিলে অনির্ধারিতভাবেই শেষ হয় প্রথম পর্বের নির্বাচন। আগামী ৩০ অক্টোবর দ্বিতীয় পর্বের নির্বাচনে ফের মুখোমুখি হচ্ছে ব্রাজিলের প্রেসিডেন্ট জের বলসোনারো এবং তাঁর প্রতিপক্ষ তথা ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট লুলা। হ্যাঁ, ২০২০ সালের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনের মতোই, এবার ব্রাজিলেও (Brazil) নির্বাচনের অন্যতম ঘুঁটি পরিবেশ। বলসোনারো এবং লুলার এই লড়াই যেন অরণ্য নিধন বনাম অরণ্য সংরক্ষণের লড়াই। আর এই বিতর্কের মাঝেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা আইএনপিই। ভোটের আবহে ব্রাজিলে রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে অরণ্যনিধনের (Deforestation) পরিমাণ!
আইএনপিই-এর রিপোর্ট অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে আমাজনে প্রায় ১৪৫৪ বর্গকিলোমিটার অরণ্য কেটে ফেলা হয়েছে। যা গত বছরের তুলনায় প্রায় ৪৮ শতাংশ বেশি। অর্থাৎ, দেড় গুণ বেড়েছে অরণ্যনিধন। জানুয়ারি থেকে সেপ্টেম্বর— চলতি বছরের প্রথম নয় মাসে সবমিলিয়ে প্রায় ৮৫৯০ বর্গকিলোমিটার অরণ্য মুছে গেছে ব্রাজিল থেকে। যার আয়তন প্রায় দক্ষিণ ২৪ পরগনা জেলার সমান।
তবে শুধু অরণ্যনিধনই নয়। আমাজনে বসবাসকারী বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের মানুষরাও একাধিকবার আক্রান্ত হয়েছেন বলেই অভিযোগ উঠছে। পশুপালক ও কৃষকদের ঝুম চাষের জন্য রেকর্ড সংখ্যক দাবানলেরও শিকার হয়েছে আমাজন। তাছাড়া অবৈধ খনন এবং অবৈধ নির্মাণ তো রয়েছেই।
উল্লেখ্য, ডানপন্থী নেতা বলসোনারো ক্ষমতায় আসার পরই একধাক্কায় বৃদ্ধি পেয়েছিল অরণ্যনিধনের পরিমাণ। পরিবেশ সুরক্ষার একাধিক আইনে বদল এনেছিলেন বলসোনারো। এমনকি অরণ্যজাত সম্পদকে যদৃচ্ছ ব্যবহারের অনুমতিও দিয়েছিলেন তিনি। যা বিপদ ডেকে আনে আমাজনের বাস্তুতন্ত্রে।
পরিবেশগত এই অবক্ষয়কে সামনে রেখেই বলসোনারোর বিরুদ্ধে প্রচার চালিয়েছিলেন ব্রাজিলের প্রাক্তন রাষ্ট্রপতি লুইজ ইগনাসিও লুলু দা সিলভার। তাতে ইতিবাচক ফলও পেয়েছেন তিনি। এবার দ্বিতীয় রাউন্ডের রানঅফ ভোটের আগেই যেন আরও একবার রাজনৈতিক সমীকরণ বদলের হাতিয়ার পেয়ে গেলেন তিনি…
Powered by Froala Editor