করোনা-জয়ের পরেও আবার আঘাত; ১৪ জন নতুন করে আক্রান্ত নিউজিল্যান্ডে

মাত্র কিছুদিন আগের কথা. করোনামুক্ত দেশ হিসাবে খবরের শিরোনামে উঠে এসেছিল নিউজিল্যান্ড। এই বিরাট সাফল্যের জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন অনেকে। কিন্তু এসবের পরেও আবারও সেদেশে ফিরেছে করোনার প্রকোপ। সম্প্রতি আতঙ্কময় পরিস্থিতিতেই নিউজিল্যান্ডের অন্যতম বড়ো শহর অকল্যান্ডে শুরু হয়েছে লকডাউন। একটানা ১০২ দিন করোনামুক্ত থাকার পর একটি দেশে আবার কীভাবে ছড়িয়ে পড়ছে ভাইরাস, সেটাই সকলকে অবাক করেছে।

চলতি সপ্তাহের শুরুতেই অকল্যান্ড শহরে ৪ জনের শরীরে ধরা পড়েছিল করোনা ভাইরাস। আর এর মধ্যেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। অবশ্য এর মধ্যে ১ জন বিদেশ থেকে সংক্রমণ নিয়ে এসেছেন। তাঁকে দেশের গণপরিসরে ঢোকার আগেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। কিন্তু বাকি ১৩ জনের আক্রান্ত হওয়ার ঘটনা প্রশাসনকে চিন্তায় ফেলেছে। প্রধানমন্ত্রী জাকিন্ডা আর্ডার্ন জানিয়েছেন, পরিস্থিতি সম্পূর্ণ সতর্কতার সঙ্গে বিচার করা হবে। কোথাও কোনোরকম ফাঁকি দেওয়া হবে না।

স্বাস্থ্যকর্মীদের ইতিমধ্যে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেক রোগীর কেস স্টাডি করে সংক্রমণের উৎস খুঁজে দেখার। পাশাপাশি শহরে আরও কত মানুষের শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে, তারও কোনো সঠিক হিসাব নেই। আর সেই কারণেই আবার শুরু হয়েছে লকডাউন। দেখা গিয়েছে পরবর্তী ৯ জন আক্রান্তের মধ্যে প্রত্যেকেই কোনো না কোনোভাবে প্রথম ৪ জনের সঙ্গে যোগাযোগে এসেছেন। কিন্তু তাঁরা কীভাবে এই ভাইরাসের সংস্পর্শে এলেন, তার স্পষ্ট কোনো উত্তর নেই।

শুধুই নিউজিল্যান্ড নয়, অন্যান্য দেশেও দেখা গিয়েছে লকডাউন শিথিল করার পরেই আবার সংক্রমণ ছড়িয়ে পড়তে শুরু করেছে। ভারতের পরিস্থিতি দেখলেই আরও ভালোভাবে বোঝা যায়। কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে, ১০২ দিন করোনামুক্ত থাকার রেকর্ড খুব কম দেশেরই হয়েছে। অতএব নিউজিল্যান্ডের মাটিতে আবার ভাইরাসের প্রকোপ সারা পৃথিবী জুড়েই দুঃশ্চিন্তা বাড়িয়ে তুলেছে। আদৌ কীভাবে করোনার বিরুদ্ধে সামগ্রিক জয়লাভ সম্ভব, সেকথা জানেন না কেউই।

আরও পড়ুন
নিউজিল্যান্ড প্রথম নয়, এই ৮টি দেশ করোনামুক্ত হয়েছে আরও আগেই

Powered by Froala Editor

আরও পড়ুন
সেরে উঠেছে সকলেই, নিউজিল্যান্ড এখন করোনা-মুক্ত, ঘোষণা প্রধানমন্ত্রীর