‘ম্যাডাগাস্কার’ অ্যানিমেশন সিনেমাটি দেখেছেন তো? সেই যে সিংহ, জেব্রা, জিরাফ আর জলহস্তির নানারকম মজার কাণ্ডকারখানা! সেখানের তিনটি পেঙ্গুইনকেও তাহলে নিশ্চয়ই মনে আছে। নানারকম বুদ্ধির নমুনা দেখে হেসে গড়াগড়ি খেয়েছেন প্রায় সকলে। একবার ভাবুন, এরাই যদি বাস্তব হয়ে ওঠে! মানে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন বাড়ির সামনের রাস্তা দিয়ে তিনটে পেঙ্গুইন হেঁটে যাচ্ছে গুটিগুটি পায়ে; ঠিক যেন বিটলসের অ্যাবে রোড! অবাক হবেন তো বটেই। আর এই অবাক করা ঘটনাই ঘটেছে লকডাউনে। তাও কোথায়? আফ্রিকায়!
এ যে হুবহু চিত্রনাট্যের সঙ্গে মিলে যাওয়া! দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে এখন চলছে লকডাউন। কারণ, ওই একটাই— করোনা। রাস্তায় গাড়ি ঘোড়া খুবই কম চলছে। দরকার না পড়লে কেউই ঘর থেকে বেরোচ্ছেন না। এমনই ফাঁকা রাস্তায় নিজেদের আড্ডা খুঁজে নিচ্ছে পশু-পাখিরা। ঠিক যেমন এই তিনটে পেঙ্গুইন। সম্প্রতি কেপ টাউনের রাস্তায় সকাল সকাল বেরিয়ে পড়েছে এরা। গুটিগুটি পায়ে রাস্তার ধার দিয়ে চলেছে। সেই ভিডিওই রীতিমতো ভাইরাল নেট দুনিয়ায়।
তবে এই পেঙ্গুইনদের পথে বেরনোর কারণও আছে। সাউথ আফ্রিকান ফাউন্ডেশন ফর দ্য কনজারভেশন অফ কোস্টাল বার্ডস পেঙ্গুইন রেঞ্জার্সের কর্মীদের নজরে ছিল এই পেঙ্গুইনরা। যাতে কোনোরকম ক্ষতি না হয়, সেজন্যই তাঁরাও পথে বেরিয়েছিলেন। তাঁরাই ভিডিওটি করেন। খাবার সংগ্রহের জন্যই পেঙ্গুইনরা এখন এভাবেই রাস্তা দিয়ে যাতায়াত করেছে। যাই হোক না কেন, সকালবেলায় রাস্তায় পেঙ্গুইন যাওয়ার এমন দৃশ্য দেখার সৌভাগ্যই বা কজনের হয়!