পরিত্যক্ত প্লাস্টিক দিয়ে চিত্রকর্ম! পথ দেখাচ্ছেন দক্ষিণ আফ্রিকার শিল্পী

জল রং, তেল রং, কাঠকয়লা অথবা পেনসিল ব্যবহার না করেও পোট্রেট আঁকা সম্ভব? হ্যাঁ, সম্ভব। অন্তত এমনটাই করে দেখাচ্ছেন দক্ষিণ আফ্রিকার ম্বোনগেনি বুথেলেজি। তাঁর মিডিয়াম পরিত্যক্ত প্লাস্টিক। 

ব্যাপারটা খোলসা করে বলা যাক। কুয়াজুলু নাটাল বলে একটি ছোট্ট গ্রামে বেড়ে উঠেছিলেন ৫৬ বছরের বুথেলেজি। ছোট্ট থেকেই তাঁর চোখ ছিল শিল্পীর। মাটি দিয়ে গড়তেন গরু,ছাগল, ঘোড়া। কিন্তু গ্রামে গরু চরাতে গিয়ে দেখতেন, ছড়িয়ে আছে রাশি রাশি প্লাস্টিক। ধীরে ধীরে সেগুলি মিশছে পশুর খাদ্যে। বিষক্রিয়ায় মারা যাচ্ছে গবাদি পশু। দক্ষিণ আফ্রিকায় প্লাস্টিক-দূষণ নতুন সমস্যা না। ২০১৮ সালের একটি রিপোর্ট বলছে, প্রায় ১০৭,৮০০ মেট্রিক টন প্লাস্টিক মিশেছে সাগরের জলে। সারাবিশ্বে সবচেয়ে বেশি প্লাস্টিক বর্জ্য উৎপাদনকারী ২০টি দেশের মধ্যে নাম রয়েছে দক্ষিণ আফ্রিকার।

২২ বছর বয়সি বুথেলেজি কপর্দকশূন্য অবস্থায় ভর্তি হলেন জোহানেসবার্গের একটি আর্ট কলেজে। রং কেনার পয়সা ছিল না হাতে। নানাবিধ কাজ করে যা পেতেন, বেরিয়ে যেত কলেজের মাইনে, ঘরভাড়ায় বেরিয়ে যেত সবই। তখন দক্ষিণ আফ্রিকায় প্রবল বর্ণবিদ্বেষী সরকার। ফলে 'কালা আদমি' হয়ে ছবি এঁকে প্রতিষ্ঠিত হওয়ার পরিস্থিতি নেই বললেই চলে। কলেজের বাইরেই স্টুডিও-র কাছেই ময়লা ফেলার ভ্যাট। পড়ে আছে অসংখ্য প্লাস্টিক। নানারঙের, নানাকিসিমের। বুথেলেজি শুরু করলেন প্লাস্টিক কুড়োনো। তারপর হিট-গানের সাহায্যে গলিয়ে নিয়ে ক্যানভাসের উপর অসামান্য প্রতিকৃতি ফুটিয়ে তুলতে থাকলেন তিনি। এভাবেই তৈরি হল তাঁর নিজস্ব চিত্রশৈলী। 

উইসওয়াটারল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে পুরোদস্তুর শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন বুথেলেজি। আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। তাঁর চিত্রকলা মন কেড়েছিল জনসাধারণের। তিনি বলেন, ‘ছবি আঁকার সাজ সরঞ্জাম আমাদের হাতের কাছেই রয়েছে। আলাদা করে রং তুলি তৈরির দরকার নেই।’

জার্মানি, ইজিপ্ট, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশে একাধিক কর্মশালা আর প্রদর্শনী। বুথেলেজির মতে, তাঁর ছবি আসলে সমাজের প্রতিফলন। বিশ্ব এখন মোকাবিলা করছে জলবায়ু সংকটের। বুথেলেজি নিজেও প্লাস্টিকদূষণ বিরোধী সংগ্রামের শরিক। 

তবুও তাঁর অভিনব চিত্রশৈলী নিয়ে উড়ে আসে আলটপকা মন্তব্য। কেউ কেউ বলেন যে, একদিন সমস্ত প্লাস্টিক শেষ হয়ে গেলে তাঁর ছবি আঁকাও থেমে যাবে। উত্তরে হাসেন বুথেলেজি। ‘যাঁরা এমন বলেন, তাঁরা হয়তো জানেন না, আমি সেই দিনটিরই অপেক্ষায়।'

Powered by Froala Editor

Latest News See More