পৃথিবীতে ক’টি মহাসাগর আছে? ছোটবেলার সাধারণ জ্ঞানে এই প্রশ্নের উত্তরে সবাই একসঙ্গে বলে উঠতাম - পাঁচটি। এখনও সবাই তাই বলে। কিন্তু সেটাই যদি বদলে যায়! যদি হঠাৎ একটা মহাসাগর বেড়ে যায়! এত তাড়াতাড়ি হবে না নিশ্চয়ই; কিন্তু বিজ্ঞানীরা সেই ধারণাই দিচ্ছেন। তাঁদের সাম্প্রতিক গবেষণা বলছে, আফ্রিকা মহাদেশ একটু একটু করে দুইভাগে ভেঙে যাচ্ছে। আর এর ফলে তার মাঝখান দিয়ে জন্ম নেবে এক নতুন মহাসাগর…
বিগত বেশ কয়েক বছরে আফ্রিকায় বেশ কয়েকবার বড়ো মাপের ফাটল দেখা দিয়েছে। এমন ভয়াবহ রকমের ফাটল এর আগে দেখেনি সেখানকার বাসিন্দারা। সেটাই চিন্তার কারণ ছিল বিজ্ঞানীদের। তখন থেকেই গবেষণায় জোর দেওয়া হয়। ধীরে ধীরে আসল ব্যাপার সামনে আসতে থাকে। আফ্রিকা মহাদেশের নিচে থাকা অ্যারাবিয়ান, নিউবিয়ান আর সোমালি— এই তিনটে টেকটনিক প্লেটই পরস্পরের থেকে ক্রমশ দূরে চলে যাচ্ছে। জিপিএসের হিসেব অনুযায়ী প্রতি বছর কয়েক মিলিমিটার করে দূরত্ব বাড়ছে প্লেটগুলোর। ফলে সেই প্রভাব পড়ছে ওপরেও। আফ্রিকা মহাদেশটিই দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। আর সেটা হলে চারিদিক থেকে জল ফাঁকা জায়গায় ঢুকে যাবে। ফলে নতুন একটা মহাসাগর তৈরি হয়ে যাবে।
তবে শীঘ্রই এই ঘটনা ঘটবে বলে বলছেন না বিজ্ঞানীরা। অন্তত ৫০ লক্ষ থেকে ১ কোটি বছর সময় লাগবে এমন ঘটনা সম্পূর্ণ হতে। মাঝে এর গতিপ্রকৃতিও পরিবর্তিত হতে পারে। সমস্তটাই লক্ষ্য রাখছেন বিজ্ঞানীরা। যাতে কোনো অঘটন না ঘটে, স্থানীয় মানুষরা কোনো অসুবিধায় যাতে না পড়েন সেই খেয়াল রাখছেন তাঁরা।
Powered by Froala Editor
আরও পড়ুন
ধ্বংস হচ্ছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র, সংকটে মানব সভ্যতা; চিন্তায় বিজ্ঞানীরা