কেরালার অন্তঃসত্ত্বা হাতির নিষ্ঠুর মৃত্যুর পরেই বন্যপ্রাণীর সুরক্ষার বিষয়ে সচেতন হয়ে উঠেছে সারা দেশ। উঠছে নানা প্রশ্ন। শুধুই হাতি নয়, অন্যান্য বন্য প্রাণীর সুরক্ষার ব্যাপারেও সচেতনতার প্রয়োজন ক্রমশ অনুভূত হচ্ছে। আর ভারতের বন্যপ্রাণীর কথা বললে প্রথমেই অবশ্যই মাথায় আসবে বাঘের কথা। বাঘই এখন এদেশের সর্বাধিক রাজকীয় প্রাণী। কিন্তু মানুষের সামনে বিনা প্রতিবাদে প্রাণ দিতে হয় মহারাজাকেও।
কেমন আছে আমাদের দেশের বনে জঙ্গলে ছড়িয়ে থাকা বাঘেরা? সংবাদ সংস্থা পিটিআই-এর এক কর্মীর আরটিআই কয়ারির উত্তরে সেই তথ্য জানাল জাতীয় ব্যাঘ্র সুরক্ষা দপ্তর। আর সেই তথ্য দেখেই চমকে উঠেছেন সকলে। ২০১২ থেকে ২০২০ - এই ৮ বছরের বাঘের মৃত্যুর পরিসংখ্যান থেকে দেখা গিয়েছে সরকারি হিসাবে ৭৫০টি বাঘের মৃত্যু ঘটেছে। আর তার মধ্যে ১৬৮টি মৃত্যু নিশ্চিতভাবে চোরাশিকারির কবলে পড়ে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ তো আছেই। আবার ৭০টি মৃত্যুর কোনো কারণ নির্দেশ করতে পারেননি কর্তৃপক্ষ। এছাড়াও ৪২টি মৃত্যুকে রহস্যজনক মৃত্যু বলে উল্লেখ করা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তাদের সুরক্ষার ব্যাপারে কি আদৌ চিন্তিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রশ্নকর্তার উত্তরে অবশ্য কোনো গৃহীত পদক্ষেপের কথা জানানো হয়নি।
গত আট বছরে বাঘের মৃত্যুর সংখ্যায় সবচেয়ে এগিয়ে আছে মধ্যপ্রদেশ। তেমনটাই বলছে রিপোর্ট। সেখানে ১৭৩টি বাঘের মৃত্যু ঘটেছে। এছাড়াও প্রথম সারিতে আছে মহারাষ্ট্র, কর্ণাটক এবং উত্তরাখণ্ড। এমনকি পশ্চিমবঙ্গেও এই ৮ বছরে দশটি বাঘের মৃত্যু ঘটেছে। কিন্তু কোনো সরকারের তরফ থেকেই এতদিন কোনো উদ্যোগ চোখে পড়েনি। এখনও কি বাড়বে সচেতনতা? উঠছে প্রশ্ন।
Powered by Froala Editor
আরও পড়ুন
বাঘের আক্রমণের সংকেত দিচ্ছে শিকারি কুকুর, অদ্ভুত ব্যবহারে অবাক বিশেষজ্ঞরা