করোনার জেরে একরকম থমকে আছে পৃথিবী। সাড়ে সাত লাখের ওপর মানুষ আক্রান্ত হয়েছেন, মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৭ হাজার। জনজীবন কার্যত বিপর্যস্ত। এমন পরিস্থিতি ভবিষ্যতে আরও বিপদের দিকে নিয়ে যাচ্ছে বলে ঘোষণা করল ওয়ার্ল্ড ব্যাঙ্ক। আন্তর্জাতিক এই সংস্থার রিপোর্ট অনুযায়ী, করোনার জেরে গোটা বিশ্বে এক কোটিরও বেশি মানুষ দারিদ্র্যের সম্মুখীন হবেন!
আরও পড়ুন
বিপদের ভয় অগ্রাহ্য করেই ক্ষুধার্তদের পাশে বাংলার ছাত্রসমাজ
শুরু হয়েছিল চিনে। সেখান থেকে আজ অনেক দেশেই থাবা বসিয়েছে করোনা। লকডাউনের মধ্যে রয়েছে ভারত, আমেরিকা, ইতালি-সহ বিভিন্ন দেশ। স্কুল, কলেজ, কারখানা সব থমকে আছে। এখন রোগের প্রকোপ কমাতে এটা অত্যন্ত দরকার। কিন্তু পরবর্তীতে এর জন্যই মারাত্মক দারিদ্র দেখবে বেশ কিছু দেশ। এমনটাই বলছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক। তাদের আরও বক্তব্য, সবচেয়ে বেশি প্রভাব পড়বে পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। সমস্ত জায়গায় উৎপাদন বন্ধ। চাহিদা ও যোগানের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। যার ফল সরাসরি এসে পড়বে সাধারণ মানুষের ওপর। সেই কথাই আগে থেকে জানিয়ে সাবধান করে দিল এই আন্তর্জাতিক সংস্থা।
আরও পড়ুন
অভিবাসী শ্রমিকদের গায়ে ছেটানো হল জীবাণুনাশক, অমানবিক দৃশ্য উত্তরপ্রদেশে
এমনিতেই বিশ্বের বেশ কিছু দেশের আর্থিক অবস্থা ক্রমশ মন্দার দিকেই যাচ্ছিল। ভারতও তাদের মধ্যে অন্যতম। তার মধ্যে এমন মহামারী সেই অবস্থাকে আরও খারাপ করল। ইতিমধ্যেই প্রভাব দেখা দিতে শুরু করেছে। কালোবাজারি চলছে অনেক জায়গায়। বেশ কিছু দেশ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরুও করেছে। কিন্তু দারিদ্র্য ঘনিয়ে এলে, ভারতের মতো দেশের ওপর প্রভাব কি কল্পনা করতে পারছি আমরা? ভয়ের দিন যে শেষ হয়নি, সেই ইঙ্গিতই দিচ্ছে বিশ্ব।