সন্ধেবেলাই অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তাঁর ছেলে তাঁর একা নয়, সারা বাংলার। অভিজিৎবাবুরও বিভিন্ন বাংলা ভিডিও ক্লিপিংস ইতিমধ্যেই ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায়। এরই মধ্যে, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি ওরফে এমআইটি, যেখানে অধ্যাপনা করেন অভিজিৎবাবু, সেই প্রতিষ্ঠানের তরফ থেকে আয়োজন করা হয় প্রেস কনফারেন্সের। সেই প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন দুই নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী এস্টার ডাফলো। প্রবল করতালির মাধ্যমে অভিনন্দিত হন তাঁরা।
অভিজিৎবাবুর পরনে শার্ট-প্যান্টের ওপরে বাঙালি জহর কোট। সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে থেকে, নোবেল পাওয়ার পরও বাঙালিত্বকেই তুলে ধরলেন তিনি এই সম্মেলনে। ভিডিও-য় দেখা গেছে সেই দৃশ্যই।
দেখুন সম্পূর্ণ সাংবাদিক সম্মেলন, এই লিঙ্কে -
http://web.mit.edu/webcast/nobel/f19/