এবার আর একা নন গান্ধীজি। ভারতীয় টাকার নোটে তাঁর সঙ্গী হতে চলেছেন এক বাঙালি ব্যক্তিত্ব। রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore)। হ্যাঁ, সম্প্রতি এমনটাই ইঙ্গিত দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। শুধু রবীন্দ্রনাথ ঠাকুরই নন, ভারতীয় মুদ্রায় এবার দেখা মিলতে পারে মিশাইল ম্যান এপিজে আব্দুল কালামেরও (APJ Abdul Kalam)।
বর্তমানে ভারতে প্রচলিত সমস্ত ব্যাঙ্ক নোটেই ব্যবহার করা হয় জাতির জনক গান্ধীজি ছবি। আর সেগুলি ইস্যু করে থাকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। এবার এই রীতিতে বদল আনতেই গান্ধীজির পাশাপাশি অন্যান্য কিংবদন্তি ব্যক্তিত্বদের ছবি নোটে ওয়াটারমার্ক হিসাবে ব্যবহার করার সিদ্ধান্ত। ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রক, রিজার্ভ ব্যাঙ্ক এবং ‘সিকিওরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া’ রবীন্দ্রনাথ ও আব্দুল কালামের ছবি ওয়াটারমার্কের বেশ কয়েকটি খসড়া নমুনাও পাঠিয়েছে আইআইটি দিল্লির অধ্যাপক দিলীপ সাহানির কাছে। কিন্তু হঠাৎ এই পরিবর্তনের কারণ কী?
ভারতীয় সংবিধানের একটা বড়ো অংশ যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুকরণে তৈরি, এক্ষেত্রেও সে-দেশের অর্থ মুদ্রণ ব্যবস্থার অনুসরণ করতে চলেছে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন মূল্যের ডলারে দেখা মেলে বিভিন্ন খ্যাতনামা রাষ্ট্রপতির। কখনও ব্যবহৃত হয় ওয়াশিংটন, কখনও আবার টমাস জেফারসন, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, আব্রাহাম লিংকন, আলেকজান্ডার হ্যামিলটন কিংবা অ্যান্ড্রু জ্যাকসনের ছবি। সেই মডেলের দ্বারা অনুপ্রাণিত হয়েই আইকনিক ব্যক্তিত্বদের ব্যাঙ্ক নোটে জায়গা দিচ্ছে ভারত। অবশ্য ভারতের বিভিন্ন অর্থমূল্যের নোটে পৃথক পৃথক ব্যক্তিত্বের ছবি থাকবে কিনা, তা এখনও পর্যন্ত নিশ্চিত করেনি রিজার্ভ ব্যাঙ্ক। পাশাপাশি ২০০০ টাকার নোটে রবি ঠাকুর এবং মিশাইল ম্যানের ছবি দেখা যাবে না, তাও একপ্রকার নিশ্চিত। কারণ, ইতিমধ্যেই এই নোটের মুদ্রণ বন্ধ করে দিয়েছে আরবিআই।
যদিও এই সিদ্ধান্ত একদিনের নয়। ২০২০ সাল থেকেই শুরু হয়েছিল আরবিআই-এর এই বিশেষ নোট মুদ্রণ পরিকল্পনা। তৈরি হয়েছিল বিশেষ অভ্যন্তরীণ কমিটি। সেই কমিটির সিদ্ধান্তেই মহিশূর এবং হোশঙ্গাবাদের ‘সিকিওরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া’-এর পেপারমিলকে খসড়া ওয়াটারমার্ক তৈরির নির্দেশ দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক।
আরও পড়ুন
নেতাজির ছবি থাকুক নোটে, আবেদনের নিষ্পত্তি করতে কেন্দ্রের দ্বারস্থ মাদ্রাজ হাইকোর্ট
তবে বিতর্ক থেকেই গেল অন্য আরেকটি জায়গায়। ভারতীয় অর্থের নোটে নেতাজির ছবি ব্যবহার করার জন্য দীর্ঘদিন ধরেই আবেদন করে আসছেন বহু মানুষ। ২০১৭ সালে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলাও। সেই মামলার শুনানির ভিত্তিতে রিজার্ভ ব্যাঙ্ককে আট সপ্তাহের মধ্যে উত্তর দিতে বলেছিল কলকাতা উচ্চআদালত। তবে শেষ পর্যন্ত ধামাচাপা পড়ে যায় সেই মামলা। বর্তমানে নতুন ব্যাঙ্ক নোট মুদ্রণের আবহে আবার মাথা চাড়া দিয়ে উঠছে পুরনো বিতর্ক…
আরও পড়ুন
মহাকর্ষ সূত্রের সঙ্গেই লেখা নোট, পৃথিবীর ‘শেষ দিন’ জানিয়ে গিয়েছিলেন স্যার আইজ্যাক নিউটন!
Powered by Froala Editor