শববাহী গাড়ির মধ্যে সেলোফিনের আস্তরণে মোড়া তাঁর দেহ। অন্তিম যাত্রায় হাতে গোনা মাত্র কয়েকজন মানুষ। মারণ ভাইরাস গত মাসেই কেড়ে নিয়েছিল বাংলা সাহিত্যের অন্যতম মহীরুহ শঙ্খ ঘোষকে। মহামারীর কারণে তাঁকে শেষ বিদায় জানানোর সুযোগটুকুও পায়নি নগরবাসী। কোভিড প্রোটোকল আর সংক্রমণের ঝুঁকি যেন আরও কোণঠাসা করে তুলেছিল শোকস্তব্ধ কলকাতাকে। কিংবদন্তিকে শ্রদ্ধাজ্ঞাপনে তাই বেছে নেওয়া ভার্চুয়াল বিকল্পকেই। সম্প্রতি কবিতার মধ্যে দিয়েই তাঁকে শ্রদ্ধা জানানোর উদ্যোগ নিলেন শিল্পী সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়। তাঁর সংস্থা ‘এস.পি.সি ক্রাফট’ থেকেই সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান। এই উদ্যোগের অংশীদার প্রহর.ইন-ও।
‘স্পর্ধার জন্য’। আগামী ১৬ মে, রবিবার ভারতীয় সময় রাত ৯টায় এস.পি.সি ক্রাফটের ফেসবুক পেজে (www.facebook.com/SPCkraft) সম্প্রচারিত হবে এই ভার্চুয়াল অনুষ্ঠান। প্রয়াত বর্ষীয়ান কবিকে শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকবেন শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা সেনগুপ্ত, সোহিনী সরকার, প্রমিতা মল্লিক, জয়তী চক্রবর্তী, সোহিনী সেনগুপ্ত-সহ খ্যাতনামা শিল্পীরা।
অনুষ্ঠান শুরু হবে মালয়ালি কবি তথা স্কলার কে. সচিদানন্দনের বক্তৃতার মধ্যে দিয়ে। উপস্থিত থাকবেন কবি শঙ্খ ঘোষের একদা ছাত্রী তথা শিল্পী চৈতালি দাশগুপ্ত। প্রয়াত কবির স্মৃতিচারণার কথা ফুটে উঠবে চৈতালি দাশগুপ্ত এবং প্রবুদ্ধ রাহার কথায়। পাশাপাশি শঙ্খ ঘোষের কবিতা পাঠের মধ্যে দিয়েই কবিকে শ্রদ্ধা জানাবেন শর্মিলা ঠাকুর। তাছাড়াও কবিতা পাঠ করবেন সুতপা বন্দ্যোপাধ্যায়, মমতাশঙ্কর, ঋতুপর্ণা সেনগুপ্ত, অনন্যা চট্টোপাধ্যায়, নন্দনা সেন, বিয়জলক্ষ্মী বর্মণ, প্রণতি ঠাকুর-এর মতো একাধিক শিল্প। শঙ্খ ঘোষের কবিতার অনুবাদ পাঠ করবেন সম্পাদক অরুণাভ সিনহা ও কবি সুবোধ সরকার।
শুধু সাহিত্যরচনাই নয়, বৃহত্তর অর্থে বাঙালির সাংস্কৃতিক মননের এক স্তম্ভ ছিলেন শঙ্খ ঘোষ। ঠিক কীভাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে পাঠ করতে হবে, তাও যেন প্রতি পদে শিখিয়ে গেছেন তিনি। একাধিক বক্তৃতায় ধ্রুবপদের মতোই ফুটে উঠেছেন রবীন্দ্রনাথ। কবিগুরুর ওপরে তাঁর দীর্ঘ গবেষণা এবং অধ্যায়ন বাংলা সাহিত্যের বিশেষ সম্পদ। ফলে, শঙ্খবাবুকে শ্রদ্ধাজ্ঞাপনের প্রসঙ্গ উঠলে কীভাবে বাদ থাকতে পারেন রবীন্দ্রনাথ? গানের মধ্য দিয়ে হাজির হবেন তিনিও। এদিন কবিকে নিবেদন করে রবীন্দ্রসঙ্গীত গাইবেন প্রমিতা মল্লিক, লোপামুদ্রা মিত্র, প্রবুদ্ধ রাহা, জয়তী চক্রবর্তী, ঋতপা ভট্টাচার্য, সুছন্দা ঘোষ, প্রিয়ম মুখোপাধ্যায়, রোহিনী রায় চৌধুরী-সহ খ্যাতনামা শিল্পীরা।
আরও পড়ুন
জার্মান ভাষায় রবীন্দ্র-কবিতা, পাঠোদ্ধারে সহায় শঙ্খ ঘোষ
অত্যন্ত স্বল্পভাষী হলেও, তরুণ প্রজন্মের সাহিত্যিকদের কাছে তিনি ছিলেন অভিভাবকসম। শুধু তাঁর কবিতাই যে অনুপ্রেরণা জুগিয়েছে তা নয়, যেকোনো সাহায্যের আবেদনে নিশ্চুপে তাঁদের পাশে দাঁড়িয়েছেন তিনি বারবার। গবেষণায় সাহায্য হোক কিংবা অপরিচিত কোনো পত্রিকার জন্য লেখা— ফেরাননি কাউকেই। ভুলতেন না সম্পাদকদের নিজস্ব মতামত জানাতেও। শব্দের জগত ঘিরেই ছিল তাঁর এক অপার সংসার। এমন এক ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানাতে গান-কবিতার বিকল্প আর কী-ই বা হতে পারে?
আরও পড়ুন
বাংলা সাহিত্যজগতে নক্ষত্রপতন, প্রয়াত কবি শঙ্খ ঘোষ
Powered by Froala Editor
আরও পড়ুন
‘দেশ’ পত্রিকায় বাতিল কবিতা, নজরদারি আকাশবাণীতেও – জরুরি অবস্থার শিকার শঙ্খ ঘোষ