চাঁদের একটি পাথরখণ্ড উঠল নিলামে, দাম ২৫ লক্ষ ডলার!

চাঁদ নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। কী কী উপাদান আছে সেখানে? কেমন তার মাটি, পরিবেশ? এসব অজানা রহস্যভেদ করতেই বিজ্ঞানীরা অক্লান্তভাবে চেষ্টা করে যাচ্ছেন এখনও। তবে সেই চাঁদেরই টুকরো এখন সাজিয়ে রাখতে পারেন বাড়িতে। লন্ডনের সংস্থা ক্রিস্টির বিক্রির তালিকায় উঠে এসেছে একটি চাঁদের পাথরখণ্ড। তবে তার জন্য আপনাকে খরচ করতে হবে ২৫ লক্ষ ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে আঠেরো কোটি টাকা।

সাহারা মরুভূমিতে পাওয়া এই পাথরের টুকরোটিকে চিহ্নিত করা হয়েছে ‘NWA 12691’ নামে। চাঁদের সঙ্গে কোনো ধূমকেতুর সংঘর্ষে খসে পড়েছিল এই টুকরোটি। ওজোনে সাড়ে তেরো কেজির এই পাথরটির আয়তন মোটামুটি একটি ফুটবলের মতো। পৃথিবীতে সংরক্ষিত রয়েছে চাঁদের যে সকল পাথর, তার মধ্যে পঞ্চম বৃহত্তম এটিই। এখনও পর্যন্ত মোট ৬৫০ কেজি ওজনের চাঁদের বিভিন্ন পাথরের টুকরো পাওয়া গেছে পৃথিবীতে। যার মধ্যে ৪০০ কেজি পাথর আনা হয়েছিল ১৯৬০-র অ্যাপোলো অভিযানে।

সাহারাতে পাওয়া এই পাথরের টুকরোটিকে নিয়ে দীর্ঘ গবেষণা চলেছে। এমনটাই জানান ক্রিস্টির বিজ্ঞান বিভাগের প্রধান জেমস হিসলোপ। নানা পরীক্ষায় পাথরটি যে চাঁদের, তা নিশ্চিত হওয়ার পরই নিলামে ওঠে সেটি।

জেমস জানান মহাজাগতিক এই পাথরখণ্ড ছুঁয়ে দেখার অদ্ভুত অনুভূতির কথা। সত্যিই এ-জিনিসকে বাড়িতে রাখার লোভ সামলানো খুব কঠিন। তাই চাঁদের টুকরো কালেকশন করতেই রীতিমতো রেষারেষি পড়ে গেছিল ক্রিস্টি’র নিলামে। শেষ অবধি দাম ধার্য হয় ২৫ লক্ষ ডলার। পাশাপাশি বিক্রি হয়েছে উল্কা হয়ে পৃথিবীতে খসে পড়া ১৩টি লৌহখণ্ড। যার মোট দাম ঠিক করা হয়েছে ১১.৩ লক্ষ ডলার।