একটু গাছপালা নিয়ে চর্চা করতে, বাগান করতে ভালোবাসেন অনেকেই। আবার অর্কিডের প্রতিও বিশেষ দুর্বলতা রয়েছে। তাঁদের জন্যই আরও একটা ভালো খবর। সম্প্রতি আরও একটি নতুন অর্কিডের প্রজাতির সন্ধান পাওয়া গেছে। দুর্লভ এই গাছটির হদিশ মিলেছে শ্রীলঙ্কায়।
‘বায়োটেক্সা’ জার্নালে সম্প্রতি প্রকাশিত রিপোর্ট থেকে এই অর্কিডটির কথা সামনে আসে। শ্রীলঙ্কার সিনহারাজার লোল্যান্ড রেনফরেস্টে এর সন্ধান পাওয়া গেছে। এমনিতেই ওই জঙ্গলটি ইউনেস্কোর হেরিটেজ তালিকাভুক্ত। সেখানেই এমন অর্কিডের সন্ধান পাওয়া একরকম আনন্দের ব্যাপারই বটে। মূলত এটি গ্যাসট্রডিয়া প্রজাতির অর্কিড। প্রকৃতিতে এরা মাইকোট্রপিক উদ্ভিদ; অর্থাৎ ফাঙ্গাস থেকে প্রয়োজনীয় পুষ্টিরস শোষণ করে বেঁচে থাকে। তবে অর্কিডের আসল আকর্ষণ তার রংবেরঙের ফুল। এই নতুন অর্কিডেও রয়েছে সুন্দর সাদা একটি ফুল; যার মাঝখানে রয়েছে অল্প হলুদের ছোঁয়া…
এই বিশেষ অর্কিডের নাম রাখা হয়েছে গ্যাসট্রডিয়া গুণতিলেকেওরাম । উল্লেখ্য, নামকরণের পেছনে রয়েছেন শ্রীলঙ্কার দুই প্রবাদপ্রতিম বিজ্ঞানী— নিমল এবং সাবিত্রী গুণতিলেকে। দেশের বাস্তুতন্ত্র নিয়ে তাঁদের নিরলস গবেষণা ও অবদানকে শ্রদ্ধা জানাতেই তাঁদের নামেই এই অর্কিডের নামকরণ করা হয়েছে। এমনিতেই এই উদ্ভিদটি দুর্লভ; যাতে ঠিক করে সংরক্ষণ করা যায় এবার সেই চেষ্টার কথাই বলছেন বিজ্ঞানীরা।
Powered by Froala Editor