মানুষ মারা যাওয়ার পর, তাঁকে কবর বা সমাধি দেওয়ার প্রচলনের সঙ্গে আমরা সবাই পরিচিত। শুধু মানুষই নয়, প্রিয় পোষ্য মারা গেলেও সমাধি দেন অনেকেই। কিন্তু সম্পর্কহীন জলজ প্রাণীর সমাধি? শুনতে অবাক লাগতে পারে। পরিবেশ দূষণের কারণে একসময় জলজ প্রাণীর থেকে সমুদ্রে প্লাস্টিক বেশি ভাসবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। অন্যদিকে, পাশাপাশি জলবায়ুর পরিবর্তনের ফলে একের পর এক সামুদ্রিক প্রাণী হারিয়ে তো যাচ্ছেই! সেই সমস্ত বিপন্ন, বিলুপ্ত জলজ প্রাণীদের স্মরণেই কেরালার চালিয়ার নদী ও বেপোর বিচের সংযোগস্থলে বানানো হল একটি আস্ত সমাধিক্ষেত্র।
৪ ডিসেম্বর, অর্থাৎ বিশ্ব বন্যপ্রাণী সংরক্ষণ দিবসে 'মেরিন সিমেট্রি' নামের এই কবরখানাটির দ্বার উন্মুক্ত করা হয়। এই সমাধিক্ষেত্রে রয়েছে ৯টি সমাধিস্তম্ভ। তাতে খোদাই করে লেখা রয়েছে বিপন্ন অথবা সদ্য বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীদের নাম।
পরিবেশকর্মী আকাশ র্যানিসন আর তাঁর টিমের এই কবরখানাটি তৈরি করতে সময় লেগেছিল ২৪ দিন। কেবল মাত্র জলজ প্রাণীদের স্মরণে নয়, পরিবেশ নিয়ে মানুষকে আরও সচেতন করে তুলতেও চায় জেলিফিশ ওয়াটারস্পোর্টস ও আকাশ। তাদের যৌথ উদ্যোগেই তৈরি হয়েছে এই মেরিন সিমেট্রি।
জলে প্লাস্টিকের পরিমাণ বাড়তে থাকলে, বেঁচে থাকা কঠিন হয়ে পড়ে প্রাণীদের। সুস্থ স্বাভাবিক পৃথিবী ফিরিয়ে দিতে তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন অনেকেই।