আইনজীবী থেকে ‘বইক্ষ্যাপা’, পাঠকের খিদে মেটাতে লকডাউনেও কলেজ স্ট্রিট ছুটছেন বাটানগরের যুবক

বাংলা বই আর কলেজ স্ট্রিট, এই দুয়ে যেন একে অপরের সমার্থক। কিন্তু লকডাউন আর আমফানের যৌথ আক্রমণ সামলে ১ মে থেকে বইপাড়া আবার ক্রেতাদের জন্য খুলে গেলেও সেই পুরনো ভিড় এখন আর চোখে পড়ে না। কারণ এই করোনা পরিস্থিতিতে দূর দূরান্ত থেকে ক্রেতাদের আসা প্রায় সম্ভব নয়। আর তাই এই পরিস্থিতিতে এগিয়ে এলেন এক বই ক্ষ্যাপা। বই এবং বইপাড়া এই দুটোকেই বাঁচানো তাঁর একমাত্র উদ্দেশ্য।

দক্ষিণ ২৪ পরগনার বাটানগর এলাকার বাসিন্দা সৌম্য নট্ট পেশায় একজন আইনজীবী। তবে সেইসঙ্গে নানা ধরনের বই সংগ্রহ করা তাঁর নেশা। আর সেই সূত্রেই কলেজ স্ট্রিটের সঙ্গে তাঁর দীর্ঘদিনের যোগাযোগ। সপ্তাহে তিনদিন অন্তত বইপাড়ায় না গেলে তাঁর মন ভরে না। আর তাই মে মাসে আবার বইপাড়া খুলতেই নিজের স্কুটিতে চেপে ছুটলেন সেদিকেই। বাটানগর থেকে কলেজ স্ট্রিট প্রায় ঘণ্টাখানেকের রাস্তা। কিন্তু বইক্ষ্যাপার কাছে এই দূরত্ব সামান্যই। হ্যাঁ, 'বইক্ষ্যাপা' নামেই এখন তিনি পরিচয় দেন। আর এই বইক্ষ্যাপার কাজ হল কলেজ স্ট্রিট থেকে বই সংগ্রহ করে মানুষের কাছে পৌঁছে দেওয়া।

প্রহরের সঙ্গে কথায় কথায় তিনি বলছিলেন, "প্রথম দিন যখন কলেজ স্ট্রিটে গেলাম, তখন আমফানের জলে ভিজে যাওয়া বই দেখে কান্না পাচ্ছিল। আর তাই মনে হল, এই সময় দোকানদারদের ব্যবসা যদি খানিকটা বাড়ানো যায় তাহলে উপকার হতে পারে।" এই উদ্দেশ্যকে সামনে রেখেই সামাজিক মাধ্যমের সঙ্গে যুক্ত হলেন তিনি। আর সেখান থেকে সাড়াও মিলল। উদ্যোগটা খানিকটা বই বিপণনের অনলাইন প্ল্যাটফর্মের মতো হলেও বইক্ষ্যাপার কিন্তু কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নেই। যে দামে তিনি বই কেনেন, সেই দামটাই সংগ্রহ করেন ক্রেতার কাছ থেকে। আর বই ঠিকঠাক পৌঁছে গেলে পোস্টাল চার্জ চেয়ে নেন।

তবে লকডাউনের সময়কে মাথায় রেখে এই উদ্যোগ শুরু হলেও এখন তাঁর মনে হচ্ছে এমন উদ্যোগের প্রয়োজন সুদূরপ্রসারী। বিশেষ করে জেলার পাঠকদের কাছ থেকে সাড়া মিলেছে অভূতপূর্বভাবে। যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হলেও তাঁরা হয়তো একটা দুটো বইয়ের জন্য কলেজ স্ট্রিটে আসবেন না। আর অনলাইন বই বিপণনের যে সমস্ত প্ল্যাটফর্ম আছে, তার থেকে অনেক কম দামে বই পৌঁছে দিচ্ছেন বইক্ষ্যাপা। কিন্তু এই কাজের মধ্যে যে আনন্দ আছে, তা হয়তো কাউকেই বোঝাতে পারবেন না। আইনের ব্যবসার পাশাপাশি এটুকুই তো নিজের মতো অবসর যাপন। ঘন্টা দুয়েকের রাস্তা সেই আনন্দের সামনে কোনো বাধাই হতে পারে না।

আরও পড়ুন
গ্রামার বইয়ের আড়ালে বাজপাখির রক্তচক্ষু, ধরা পড়লেই পিঠে ভাঙত স্কেল

Powered by Froala Editor

Latest News See More