কয়েকদিন আগেই কেরালায় বাজি ভরে রাখা আনারস খেয়ে হস্তিনীর মৃত্যুর পর নিন্দায় উত্তাল হয়েছিল দেশ। পশুদের উপর সেই অমানুষিক অত্যাচারের নিদর্শন আরও একবার মিলল পাঞ্জাবের পাতিয়ালায়। চার শাবকের জন্ম দেওয়ার একদিন পরেই সদ্য মা হওয়া কুকুরটিকে নৃশংস ভাবে খুন করল পাঞ্জাবের পাতিয়ালার একটি পরিবার। চলন্ত বাইকের সঙ্গে বেঁধে গ্রামের রাস্তার উপর দিয়ে বেশ খানিকটা দূরে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয় কুকুরটিকে। যতক্ষণ না কুকুরটি মারা যায় ততক্ষণ সেটিকে এইভাবে টেনে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
মারা যাবার পর কুকুরটিকে ছুঁড়ে ফেলা হয় গ্রামের একটি পুকুরে। স্থানীয় অধিবাসীরা পশু সুরক্ষা নিয়ে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে তৎক্ষণাৎ যোগাযোগ করলে, অবিলম্বে ঘটনাস্থলে এসে পৌঁছন তাঁরা। কুকুরটির দেহ উদ্ধার করার পর সেটিকে পাঠানো হয় চিকিৎসকদের কাছে। চিকিৎসকেরা জানিয়েছেন কুকুরটির মাথায় এবং গোপনাঙ্গে গুরুতর আঘাতের চিহ্ন মিলেছে। গভীর আঘাতের চিহ্ন মিলেছে চোখেও।
স্থানীয় বাসিন্দা এবং পশু সুরক্ষা কমিটির লোকেদের থেকে জানা গিয়েছে যে গত ৪ জুলাই এই কুকুরটি চারটি শাবক প্রসব করে। কিন্তু তারপরের দিনই মঙ্গল সিং নামের এক ব্যক্তি তার মায়ের সঙ্গে মিলে অকথ্য অত্যাচার চালায় এই কুকুরটির উপর। ভারতীয় দন্ডবিধির ৪২৭ ধারা অনুযায়ী পশুদের উপর অত্যাচারের অভিযোগে সেই ব্যক্তি এবং তার মায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় পাতিয়ালা পুলিশের কাছে। যদিও এখনও অবধি অপরাধীদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানানো হয়েছে পুলিশের তরফে। সদ্যজাত ওই চারটি শাবককে নিজেদের হেফাজতে নিয়েছেন ওই স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা।
Powered by Froala Editor
আরও পড়ুন
কলেজ স্কোয়ার থেকে উদ্ধার মুণ্ডহীন কুকুরের দেহ, আর কতটা নৃশংস হবে মানুষ?