২৪ জুলাই পৃথিবীর গা ঘেঁষে ছুটে যাবে বিশালাকার উল্কা, আয়তনে লন্ডন আই-এর দেড়গুণ

২০২০ শুধু করোনা সংক্রমণের বছর নয়। সেইসঙ্গে মহাকাশও অনেক বিরল দৃশ্য দেখিয়ে যাচ্ছে আমাদের। তবে তার সবই শুধু নয়নাভিরাম নয়, অনেক দৃশ্য আতঙ্কও সৃষ্টি করে। ঠিক তেমনই এক ঘটনার পূর্বাভাস দিলেন নাসার বিজ্ঞানীরা। তাঁদের মতে, ২৪ জুলাই পৃথিবীর অত্যন্ত কাছ দিয়ে চলে যাবে একটি উল্কা। আর সেই উল্কার আয়তন লন্ডনের বিখ্যাত লন্ডন আই টাওয়ারের থেকেও অন্তত দেড় গুণ বেশি।

নাসার বিবৃতিতে জানানো হয়েছে ১২০ থেকে ২৬০ মিটার ব্যাসের এই উল্কার নাম ২০২০ এনডি। এমনকি এই উল্কাকে বিপজ্জনক বলেও জানিয়েছেন তাঁরা। যদিও তার গতিপথ পৃথিবী থেকে ৫ মিলিয়ন কিলোমিটারের থেকেও বেশি হবে, কিন্তু সেই সীমা পর্যন্তও পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি বিস্তৃত। আর তাই দুর্ঘটনা যে ঘটবেই না, এমন কথা হলপ করে বলা সম্ভব নয়।

যদিও সাধারণ মানুষকে আতঙ্কমুক্ত থাকার অনুরোধ জানিয়েছেন বিজ্ঞানীরা। তাঁদের মতে, সূর্যের চারদিকে প্রতি ঘণ্টায় ৪৮ হাজার কিলোমিটার বেগে ঘুরতে থাকে এই উল্কা। তাই গড়ে পাঁচ বছর অন্তর পৃথিবীর খুব কাছ দিয়ে চলে যায় এটি। পাঁচ বছর আগেও ঘটেছে এমন ঘটনা। তবে তাতে কোনো দুর্ঘটনা ঘটেনি। এছাড়াও এই মাসে আরও চারটি উল্কা পৃথিবীর খুব কাছ দিয়ে চলে যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তার মধ্যে একটি দেখা যাবে ২১ জুলাই, একটি ২৯ জুলাই এবং বাকি দুটি ৩১ জুলাই। তবে সেগুলির কোনোটাই পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রের মধ্যে ঢুকতে পারবে না বলে জানিয়েছেন তাঁরা।

Powered by Froala Editor

আরও পড়ুন
টানা কুড়ি দিন খালি চোখেই দেখা যাবে ধূমকেতু, বাদ নেই কলকাতার আকাশও

Latest News See More