পরিযায়ী শ্রমিকদের জন্য রান্না ৯৯ বছরের বৃদ্ধার, সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও

কথায় বলে, 'মায়ের হাতের রান্না'। তিনি সবসময় জন্মদাত্রী নাও হতে পারেন। আমাদের দেশের সংস্কৃতিতে প্রত্যেক নারীই মা। আর মাতৃত্বের অনুভিবেও ধনী প্রত্যেকে। সম্প্রতি মুম্বাই শহরে আটকে পড়া পরিযায়ী শ্রমিকরা তেমনই এক মায়ের সন্ধান পেলেন। প্রত্যেকেই যেন তাঁর সন্তান।

করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে গত ১৫ মার্চ থেকে শুরু হয় লকডাউন। কেন্দ্রের এই আকস্মিক সিদ্ধান্তে সব থেকে বেশি বিপাকে পড়েন দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা পরিযায়ী শ্রমিকরা। অনেক পরে অবশ্য সরকার তাঁদের জন্য স্পেশাল ট্রেনের বন্দোবস্ত করেন, কিন্তু ততদিনে তাঁদের দুরবস্থা চরমে ওঠে। পরিবার পরিজনদের থেকে বিচ্ছিন্ন তো বটেই, এমনকি বিদেশ বিভূঁইয়ে ছিল না কোনো উপার্জনের সুযোগও। কখনও অনাহারে কখনও অর্ধাহারে জীবন কেটেছে অনেকের। সেইসব দুর্দশাগ্রস্ত শ্রমিকদের জীবনে হঠাৎ এলেন এই মহিলা।

মুম্বাইয়ের বাসিন্দা এই মহিলার বয়স ৯৯ বছর। এখনও তিনি প্রতিদিন শ্রমিকদের জন্য রুটি তৈরি করেন, আলাদা আলাদা কাগজের থালায় সেগুলি যত্ন নিয়ে সাজান। তারপর তুলে দেন একেকজন শ্রমিকের হাতে। শতবর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা এই মহিলার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়ে উঠেছে সামাজিক মাধ্যমে। ভিডিওটি পোস্ট করেছেন তাঁর ভাইপো উকিল জাহিদ ইব্রাহিম। বৃদ্ধার মমতায় স্বাভাবিকভাবেই মুগ্ধ নেটিজেনরা। মানবিকতার প্রকাশ তো কখনো বয়সের হিসাব মানে না। তার অবস্থান মনের যে গভীরে, সেখানে বার্ধক্য আসে না। ক্লান্তি আসে না কোথাও।

Powered by Froala Editor

Latest News See More