রাজ্যে গড়িয়েছে রেলের চাকা। চালু হয়েছে লোকাল ট্রেন যাত্রী হয়রানির সুরাহা হলেও, হাজির হয়েছে নতুন সমস্যা। এক ধাক্কায় বেড়ে গেছে সংক্রমণের সম্ভাবনা। কারণ লোকান ট্রেন চালু হতেই চোখে পড়তে শুরু করে বাদুড়-ঝোলা ভিড়, মানুষের অসচেতনতা। তার সুরাহা করতেই এবার অফিস টাইমে প্রায় ১০০ শতাংশ ট্রেন চালাতে উদ্যোগ নিল রাজ্য।
রাজ্যের লোকাল ট্রেনগুলির অবস্থা দেখে গতকাল বুধবারই রেলের দ্বারস্থ হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্রেনের সংখ্যা বাড়ানোর জন্য আবেদন জানিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার এই বিষয় নিয়েই বৈঠকে বসেছিল রাজ্য ও রেল দপ্তর। এদিন সাংবাদিক সম্মেলনে রাজ্য ও রেল জানাল সকাল ও সন্ধের ব্যস্ততম সময়ে হাওড়া ও শিয়ালদহ ডিভিশন থেকে চলবে ৯৫ শতাংশ ট্রেন।
এখনও অবদি ৪৬ শতাংশ ট্রেন চলছে হাওড়া ও শিয়ালদহ ডিভিশন থেকে। যাতায়াত করছেন প্রায় দশ লক্ষ যাত্রী। স্বাভাবিক দিনে ৩০ লক্ষ যাত্রী যাতায়াত করেন এই ডিভিশনগুলিতে। যাত্রী সংখ্যা সেই তুলনায় কম হলেও অফিসটাইমে ভিড় বেড়ে যাচ্ছে বেশ। নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের বিধিও। বুধবার সারাদিনে গড়ে প্রতি ট্রেনে যাতায়াত করেছেন প্রায় ১২০০ যাত্রী। সেই সংখ্যাই অফিসটাইমে প্রায় দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে ২৩০০-র কাছাকাছি।
মহামারীর আবহে এই ভিড়ের নিয়ন্ত্রণই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল রাজ্য ও রেলের কাছে। তার সমাধান হিসাবেই বাড়ানো হল ট্রেনের সংখ্যা। তবে কবে থেকে বাড়ছে রেল-সংখ্যা সে ব্যাপারে এখনও কিছু জানায়নি রাজ্য। এরপর স্কুল-কলেজগুলি চালু হলে, আরও বাড়ানো হবে রেল পরিষেবা, গুঞ্জন উঠেছে এমনটাও...
Powered by Froala Editor