বয়স মাত্র নয়, ইসরোর খুঁটিনাটি নিয়ে আস্ত অ্যাপ বানিয়ে ফেলেছে এই আশ্চর্য মেয়ে

ইসরোতে কেমনভাবে তৈরি হয় রকেট? প্রতিটা অংশের কী গুরুত্ব থাকে? কাজই বা করে কেমন করে? এইসবের উত্তর জানার জন্য এবার তৈরি হল একটি বিশেষ অ্যাপ। যেখান থেকে এই সমস্ত তথ্য হাতের মুঠোয় পেয়ে যাবেন আপনি। তবে আরও একটা চমকপ্রদ তথ্য আছে। এই অ্যাপের নির্মাতা যিনি, তাঁর মাথা এবং হাতের বয়স মাত্র নয় বছর! হ্যাঁ, ঠিকই শুনছেন। সিয়া নারালে এই নয় বছর বয়সেই তৈরি করে ফেলেছে এই আস্ত অ্যাপ।

নাগপুরের সিয়া নারালে সেখানকার কনভেন্ট স্কুলের ছাত্রী। মহাকাশ বিজ্ঞানের প্রতি আগ্রহ সীমাহীন। যখনই সেই সংক্রান্ত কোনও খবর দেখে, সঙ্গে সঙ্গে গোগ্রাসে গেলে সেটা। যখন ‘চন্দ্রযান-২’-এর সময় এল, তখন থেকেই উৎসাহের মাত্রা আরও বৃদ্ধি পেয়েছিল। তখনই সিয়ার মাথায় এসেছিল এমনই অ্যাপের কথা, যার মাধ্যমে ইসরো কীভাবে রকেট তৈরি করে, তার যাবতীয় তথ্য, খুঁটিনাটি সমস্ত কিছুই জানা যাবে।

অনলাইনে অ্যাপের কোডিং সংক্রান্ত যাবতীয় পড়াশোনা শুরু করেছিল নয় বছরের সিয়া। স্কুল ও পড়াশোনার ফাঁকে ফাঁকে বানিয়ে ফেলে এই অ্যাপ। পরবর্তীতে আরও বিভিন্ন গবেষণামূলক কাজ করার চিন্তায় বিভোর সিয়া। আমাদের সকলের তরফ থেকে, ছোট্ট সিয়ার জন্য রইল অসংখ্য শুভকামনা।