২০১৮ সালে অপুষ্টিতে ৯ লক্ষ শিশুমৃত্যু ভারতে, বিশ্বে সর্বাধিক, ইউনিসেফের চাঞ্চল্যকর রিপোর্ট

শিশুমৃত্যুর নিরিখে শিউরে ওঠার মতো অবস্থা ভারতে। শিশু মৃত্যু সংক্রান্ত এক চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করা হয়েছে ইউনিসেফের তরফে তাদের ‘দ্য স্টেট অফ দ্য ওয়ার্ল্ড চিলড্রেন’ প্রতিবেদনে। এই রিপোর্টে বলা হয়েছে ভারতে প্রতি বছর অপুষ্টির কারণে অন্তত ৬৯ শতাংশ শিশুর মৃত্যু হয়, যাদের বয়স পাঁচ বছরের নীচে। দেশের মাত্র ২১ শতাংশ শিশু সুষম খাবার পায় তার খাদ্যতালিকায়।

সংখ্যার হিসেবে বলতে গেলে, ২০১৮ সালে ভারতে পাঁচ বছরের কম বয়সি শিশু মারা গিয়েছে মোট ৮ লক্ষ ৮২ হাজার, যেখানে নাইজেরিয়ায় সেই সংখ্যাটা ৮ লক্ষ ৬৬ হাজার এবং পাকিস্তানে ৪ লক্ষ ৯ হাজার। এই তালিকা অনুযায়ী পাঁচ বছরের কম বয়স্ক প্রতি ১০০০টি শিশুর মধ্যে ভারতে মৃত্যু হয় ৩৭টি শিশুর।

একই সঙ্গে অপর একটি রিপোর্টে বলা হয়েছে, মৃত্যুর হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারতে পাঁচ বছরের কম বয়সের শিশুদের বয়স অনুপাতে ওজন এবং উচ্চতা বৃদ্ধির হারও কম। রিপোর্টে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ভারতের শিশু ও কিশোর-কিশোরীদের খাদ্যাভ্যাস নিয়েও। সমীক্ষার রিপোর্টে দেখা যাচ্ছে, ২০১১ থেকে ২০১৬ সালের মধ্যে ফাস্টফুডের বিক্রি বেড়েছে ১১ শতাংশ এবং সেই ভোক্তাদের একটা বড় অংশই হল শিশু ও কিশোর-কিশোরী।