বয়স তো একটা সংখ্যা মাত্র। আর এই কথাই বারবার প্রমাণ করে দিয়ে যান একেকজন জিনিয়াস। তাই ৮৮ বছর বয়সেও থেমে থাকেননি এই মার্কিন ব্যক্তি। আর গোটা পৃথিবীর পরিধির দৈর্ঘ্য অতিক্রম করতে তাঁর আর মাত্র ৯০ কিলোমিটার বাকি। আগামী অক্টোবরের মধ্যেই সেই দূরত্বও অতিক্রম করে ফেলবেন বলে আশা করছেন ব্র্যাড হ্যাথাওয়ে।
সারা পৃথিবী একবার পাক দিলে যে দূরত্ব হয় সেটা ২৪৯০১ মাইল বা প্রায় ৪০ হাজার কিলোমিটার। সংখ্যাটা দেখেই অনেক যুবকের বুকও কেঁপে উঠতে পারে। তবে ব্র্যাডের মনের মধ্যে আতঙ্কের কোনো লেশ নেই। বরং এখনও তিনি পুরোটাই একটা খেলার মতো দেখছেন। আর লক্ষে পৌঁছতে তো সামান্যই বাকি।
যাত্রা শুরু হয়েছিল সেই ৫০ বছর বয়সে। তখন তাঁর শরীরে সদ্য ডায়াবেটিস ধরা পড়েছে। ডাক্তার বলেছিলেন, সুস্থ থাকতে গেলে নিয়মিত হাঁটতে হবে। এভাবেই শুরু স্বপ্ন দেখা আর লক্ষ স্থির করা। সেই থেকে নিয়মিত ১০ মাইল হাঁটতে শুরু করেছিলেন ব্র্যাড। হাঁটতে হাঁটতে বিকেলের আলোয় নতুন করে চিনতে থাকেন ম্যাসাচুসেট শহরকে। আর মাঝে মাঝেই রাস্তার ধারে আবর্জনা ঘেঁটে কুড়িয়ে নেন নানা ফেলে দেওয়া সৌখিন জিনিস।
তবে এর মধ্যেই রোজ একটু একটু করে হিসাব রেখেছেন, সব মিলিয়ে মোট কতটা দূরত্ব অতিক্রম করলেন তিনি। সারা পৃথিবীর পরিধি অতিক্রম করতে আর কতটা বাকি? পৃথিবীর নানা রূপ না হোক, নিজের শহরেই তিনি খুঁজে পেয়েছেন আস্ত একটা পৃথিবী। এখন অবশ্য বয়সের ভারে শরীর আরও ভেঙে পড়েছে। ডায়াবেটিসের সঙ্গে দুর্বল হয়ে পড়েছে হৃদযন্ত্রও। কিন্তু বৈকালিক হাঁটার অভ্যাস এখনও আছে। আর লক্ষে পৌঁছতে তো সামান্যই বাকি। হিসাব বলছে, অক্টোবরের ৩ তারিখের মধ্যেই ব্র্যাড অতিক্রম করবেন ২৪৯০১ মাইল।
আরও পড়ুন
বন্ধুত্বের আবেদন জানিয়ে পোস্টার, একাকিত্ব থেকে মুক্তির জন্য আকুল বিপত্নীক ইংরেজ বৃদ্ধ
Powered by Froala Editor
আরও পড়ুন
বিশ্বযুদ্ধের শেষতম বিচারে কারাদণ্ড ৯৩ বছরের নাৎসি বৃদ্ধের; জড়িয়ে ছিলেন ইহুদি হত্যায়