৮৭-তেও তরুণী ছিলেন তিনি, প্রয়াত ভারতীয় ক্রিকেটের 'সুপারফ্যান' চারুলতা প্যাটেল

২০১৯ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ভারত-বাংলাদেশ ম্যাচে হুইলচেয়ারে করে খেলা দেখতে এসেছিলেন তিনি। ৮৭ বছর বয়সেও এতটুকু ক্লান্ত দেখা যায়নি ম্যাচের সময়। ম্যাচের শেষে অধিনায়ক বিরাট কোহলি ও রোহিত শর্মা তাঁর সঙ্গে দেখা করেন। ভাইরাল হয় সেই ছবি। সম্প্রতি ভারতীয় ক্রিকেটের সেই ‘সুপারফ্যান’ চারুলতা প্যাটেল প্রয়াত।

গত ১৩ জানুয়ারি মারা যান ৮৭ বছরের এই ‘তরুণী’ ক্রিকেট ভক্ত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই কথা জানিয়েছেন তাঁর পরিজনরা। বয়সজনিত কারণেই তাঁর মৃত্যু বলে জানা গেছে। তবে ক্রিকেট ভক্তদের মনে রয়ে যাবে ২০১৯ বিশ্বকাপের সেই মুহূর্ত। শুধুমাত্র ভারতের খেলা দেখার জন্য হুইলচেয়ারে করেই এজবাস্টনের মাঠে পৌঁছে গিয়েছিলেন তিনি। কমেন্টেটর থেকে টিম ইন্ডিয়ার প্রত্যেকে লক্ষ্য করেছিলেন তাঁকে। ম্যাচ শেষেই চারুলতা দেবীর কাছে পৌঁছে গিয়েছিলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। পরে দুজনেই টুইট করেন এবং ধন্যবাদ জানান তাঁকে। শুধু তাঁরাই নন, সৌরভ গঙ্গোপাধ্যায়, মাইকেল ভন-সহ কমেন্টেটর ও প্রাক্তন ক্রিকেটাররাও ধন্যবাদ জানিয়েছিলেন চারুলতাকে। বিসিসিআই-ও তাঁকে ‘সুপারফ্যান’ হিসেবে চিহ্নিত করে। নেট দুনিয়ায় ‘ক্রিকেট দাদি’ নামে খ্যাতিলাভ করেন চারুলতা দেবী। এই সবেতে ইতি টানা হল ১৩ জানুয়ারি। বার্ধক্যের কাছে হার মানলেন তিনি।

ইতিমধ্যেই আইসিসি এবং বিসিসিআইয়ের তরফ থেকে শোকজ্ঞাপন করা হয়েছে। টুইটে শোকজ্ঞাপন করেছেন শিখর ধাওয়ান। মুম্বই ইন্ডিয়ানস এবং কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকেও টুইট করা হয়।

Latest News See More