পৃথিবীকে বাঁচাতে ৮৪টি তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ করল জার্মান সরকার

পরিবেশ দূষণ— গোটা পৃথিবীতে এই সমস্যা ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে। সমস্ত জায়গা থেকে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে বলা হচ্ছে। কিন্তু, কমছে কটা জায়গায়? তার মধ্যেই উল্লেখযোগ্য পদক্ষেপ নিল জার্মানি। পরিবেশের কথা ভেবে মোট ৮৪টি কোল পাওয়ার প্ল্যান্ট পুরোপুরি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল সেখানকার সরকার।

কোল পাওয়ার প্ল্যান্টগুলির প্রধান চালিকাশক্তি কয়লা। কিন্তু কয়লা পোড়ালে যে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড-সহ অন্যান্য গ্রিন হাউস গ্যাস নির্গত হয়, তার পাল্লা দেওয়া মুশকিল। যার অবশ্যম্ভাবী পরিণতি দূষণ বেড়ে চলা, এবং বিশ্ব উষ্ণায়ন। জার্মানি বিশ্বের অন্যতম বড় কয়লার ক্রেতা। কিন্তু পরিবেশের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিল তারা।

এই বছরের শুরু থেকেই এই নিয়ে ভাবনাচিন্তা করছিল তারা। প্রাথমিকভাবে ৮৪টি কোল পাওয়ার প্ল্যান্ট বন্ধ করা হবে। জার্মানির এখন লক্ষ্য, ২০৩৮-এর মধ্যে গোটা দেশকে কোল প্ল্যান্ট মুক্ত করতে হবে। বাড়াতে হবে বিকল্প জ্বালানির ব্যবহার। এই মুহূর্তের পরিবেশ সংকটের মুখে, এই পদক্ষেপ সত্যিই আশা জাগায়। আরও যাতে এইরকম পদক্ষেপ ছড়িয়ে পড়ে, সেই কথাই বলছেন বিশ্বের আপামর পরিবেশপ্রেমী মানুষ।

ছবি ঋণ - Carbon Brief

Latest News See More