বয়স ৮১, হিমালয়ের শিখরে আরোহণ করতে চলেছেন স্প্যানিশ ‘তরুণ’

সকালে কয়েক ঘণ্টা বাড়ির জিমে ঘাম ঝরানোর পর বেরিয়ে পড়েন তিনি। মাদ্রিদ লাগোয়া সিয়েরা ডে গুয়ারদ্দামা পর্বত গন্তব্য তাঁর। প্রতিদিন এই খাড়াই পাথুরে পথ পায়ে হেঁটেই উপরে ওঠেন তিনি। মুখে বেঁধে রাখেন ভারী মাস্ক। কার্লোস সোরিয়া। এই ৮১ বছরের বৃদ্ধ স্প্যানিশ নাগরিকের দৈনিক অনুশীলন দেখলে অবাক লাগবে সকলেরই। আর অনুশীলনের কারণ শুনলে চোখ কপালে উঠে যাবে নির্ঘাত। কারণ সামনের বসন্তেই তিনি পাড়ি জমাতে চলেছেন হিমালয়ের শিখরে। আর সেই জন্যই এই অনুশীলন।

একটি নয়, দু-দুটি পর্বতারোহণের পরিকল্পনা করে রেখেছেন স্পেনের এই ‘তরুণ’। তার মধ্যে প্রথমটি নেপালের ধৌলিগিরি। এবং তারপরই শরৎকালে তিব্বতের পর্বতশিখর শিশাপাংমায় চড়বেন কার্লোস। না, এটা মনগড়া কোনো গল্প নয়। কারণ এর আগে এভারেস্ট, কে-২, কাঞ্চনজঙ্ঘাসহ হিমালয়ের মোট ১২টি শিখরে আরোহণ করেছেন তিনি। লক্ষ্য ৮০০০ মিটারের বেশি উচ্চতার ১৪টি শিখরই এই জীবনে জয় করা। যার মধ্যে বাকি রয়ে গেছে ধৌলিগিতি আর শিশাপাংমা। উল্লেখ্য, এই দুই পর্বতারোহণ সম্ভব হলে তৈরি হবে নতুন রেকর্ড। পৃথিবীর বয়স্কতম ব্যক্তি হিসাবে এই ১৪টি শিখর জয়ের পালক উঠবে কার্লোসের মুকুটেই।

মাদ্রিদের উত্তর-পশ্চিমের ছোট্ট একটি শহর অ্যাভিলাতে জন্ম কার্লোসের। তবে ছোটো থেকে এই ধরণের পর্বতারোহণ বা ট্রেকিংয়ের কোনো অভিজ্ঞতাই ছিল না তাঁর। নেশাটা পেয়ে বসে অবসরের পর। ৬০ বছর বয়সে যেন নতুন করে পুনর্জন্ম নিয়েছিলেন কার্লোস। শুরু করেছিলেন রক ক্লাইম্বিংয়ের ক্লাস। ৬২ বছর বয়সে এভারেস্ট জয় করে বৃদ্ধতম ব্যক্তি হিসাবে রেকর্ড তৈরি করেন কার্লোস। ৭০ বছর বয়সে আরও একটি রেকর্ড। সপ্তমহাদেশের সর্বোচ্চ শিখর-জয় চলে আসে তাঁর হাতের মুঠোয়।

কোভিড-১৯ মহামারী না ছড়িয়ে পড়লে হয়তো এতদিনে তৈরি হয়ে যেত আরও একটি রেকর্ড। মহামারীর জন্যই এক বছর অপেক্ষা করে যেতে হয়েছে তাঁকে। শুধু নিজের শহরই নয়, সারা বিশ্বজুড়ে ভাইরাসের কবলে প্রয়াত বৃদ্ধ ব্যক্তিদের এই শ্রদ্ধা জানিয়েই এই অভিযান করতে চলেছেন বলে জানান কার্লোস। তাঁদের জন্য পর্বত শিখরে ফুল রেখে আসার পরিকল্পনাও করেছেন তিনি।

তবে শুধু বার্ধক্যই একমাত্র প্রতিবন্ধকতা নয় কার্লোসের। বছর দুয়েক আগে হাঁটু ক্ষয়ে যাওয়ার জন্য নি-ট্রান্সপ্ল্যান্টও করাতে হয়েছে তাঁকে। তাতে স্বাভাবিক প্রতিবর্ত ক্রিয়া হ্রাস পেয়েছে অনেকটাই, কমেছে গতিও। তবে সে নিয়ে চিন্তিত নন তিনি এতটুকু। এতদিন যখন কারোর ন্যূনতম সাহায্য ছাড়াই বাকি ১২টি শিখর আরোহণ করেছেন, তখন এই দুটিও করতে পারবেন – আত্মবিশ্বাসী তিনি। শুধু হিমালয়ের বায়ুতে অক্সিজেনের অভাব ভাবাচ্ছে তাঁকে। তার জন্যও প্রস্তুতি নিচ্ছেন তিনি। ভারি মাস্ক পরে রোজ ট্রেকিং করছেন কাছের পাহাড়ে। যাতে শ্বাসকষ্টের সঙ্গে মানিয়ে নেওয়া যায় দ্রুত।

বর্তমানে অনুশীলনের পাশাপাশি এই অভিযানের জন্য অর্থ সংগ্রহের কাজ চালাচ্ছেন স্প্যানিশ অভিযাত্রী। এত খরচ নিজের পকেট থেকে জোগানো তো আর মুখের কথা নয়। তবে ৮১ বছরের তরুণের এমন উদ্যোগে স্পনসর হতে এগিয়ে এসেছেন অনেকেই। কেন না শুধু পর্বতারোহীই নয়, পৃথিবী অন্য কোনো ক্রীড়া ব্যক্তিত্বই সক্রিয় নেই এই বয়সে। একমাত্র কার্লোসই যেন দিন দিন কমিয়ে চলেছেন নিজের বয়স। পাথর ভাঙছেন প্রতি পদক্ষেপে। বয়স কেবলমাত্র সংখ্যাই তাঁর কাছে…

আরও পড়ুন
চের্নোবিল বিস্ফোরণের পরেও ছাড়েননি গ্রাম, আজও আক্ষেপ নেই ৯০ বছরের বৃদ্ধের

Powered by Froala Editor