অসুস্থ স্ত্রী-র সম্মানে ২৮২টি পাহাড় জয়ের পরিকল্পনা অশীতিপরের

স্কটল্যান্ডের চারিদিকে ছড়িয়ে বেশ কিছু উঁচু উঁচু পাহাড়। সব মিলিয়ে ২৮২টি পাহাড় আছে যাদের উচ্চতা ৩ হাজার মিটারের বেশি। একসঙ্গে এদের বলা হয় ‘মুনরো’। সেইসব পাহাড় একে একে জয় করে চলেছেন এক অশীতিপর বৃদ্ধ। শুনতে অবাক লাগলেও এমনটাই সত্যি করে দেখাচ্ছেন নিক গার্ডেনার। আর এই অসম্ভবকে সম্ভব করার পিছনে তাঁর অনুপ্রেরণা অ্যালজাইমার্স আক্রান্ত স্ত্রী জেনেট। স্ত্রীকে সম্মান জানাতেই আবারও পাহাড়ে আরোহণ করতে শুরু করলেন তিনি।

ক্রমশ হারিয়ে যাচ্ছে জেনেটের স্মৃতি। জীবনের আয়ু কতদিন, তাও বলতে পারছেন না চিকিৎসকরা। শুধু নিক জানেন, তাঁর মতোই জেনেটও প্রকৃতি ভালোবাসতেন। তাঁরা একসঙ্গে অনেক পাহাড়ে চড়েছেন আগে। সেইসব স্মৃতিকে উস্কে দিতেই আবারও কাঁধে দড়ি ঝুলিয়ে নিলেন নিক। অবশ্য এর পিছনে আরও একটা উদ্দেশ্য রয়েছে। অ্যালজাইমার্স আক্রান্ত মানুষদের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করতে পাহাড় আরোহনকেই বেছে নিয়েছেন তিনি। জেনেট হয়তো আর সুস্থ হবেন না। কিন্তু অন্যান্য রোগীদের যদি সুস্থ করতে পারেন তিনি, তাহলে জেনেটের প্রতি তাঁর ভালোবাসা তৃপ্তি পাবে।

২০০২ সালে অস্টিওপোরোসিস রোগে আক্রান্ত হন জেনেট। তারপর থেকেই আর তিনি পাহাড়ে উঠতে পারেন না। নিকও আর পাহাড়ে ওঠেননি। এর মধ্যেই ২০১৮ সালে অ্যালজাইমার্স আক্রান্ত হন জেনেট। তারপর থেকেই মুনরো জয়ের পরিকল্পনা শুরু করেন নিক। চলতি বছরের শুরুতেই অভিযান শুরু হওয়ার কথা ছিল। তবে মহামারী করোনা সব পরিকল্পনা ওলটপালট করে দিল। তবে ২৮২টি পাহাড় জয় করতে মাত্র ১২০০ দিন লাগবে বলে মনে করছেন নিক। ফলে কিছুটা সময় তাঁর হাতে আছে। জেনেট আর নিকের ভালোবাসার কাহিনি নেটিজেনদের মন জয় করে নিয়েছে। অ্যালজাইমার্স রোগীদের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহেও সাহায্য করছেন অনেকে। সত্যিই এই একুশ শতকে এক রূপকথার জন্ম দিচ্ছেন নিক গার্ডেনার।

Powered by Froala Editor

Latest News See More