হিমবাহ গলে যাচ্ছে, বেড়ে যাচ্ছে জলের স্তর। মাটির নিচের জল ক্রমশ আরো নিচে চলে যাচ্ছে, পৃথিবী পুড়ছে বিশ্ব উষ্ণায়নের কারণে। পরিবেশ নিয়ে চাঞ্চল্যকর খবর প্রায়ই শুনতে হয়। সম্প্রতি আবার পানীয় জলের হাহাকার দেখা দিয়েছে ভারতের বিভিন্ন এলাকায়। প্রতিরোধ একা কেউ করতে পারবে না, কিন্তু সবার প্রত্যেকটা ছোট ছোট উদ্যোগ আমাদের এগিয়ে নিয়ে যেতে পারে ভালো পরিবেশের দিকে।
এ-কারণেই অভিনব এক জল বাঁচানোর মেশিন এল বাজারে। ট্যাপের জলে কিছু ধোয়ার সময় দরকারের বেশি জল পড়ে নষ্ট হয়ে যায়। এই ছোট্ট মেশিনটি কল থেকে জল বেরনোর পরিমাণ, এককথায় জলের তোড় কমাতে সাহায্য করবে। খুবই সহজেই কলের ভেতর লাগানো যায় মেশিনটি। এর জন্য কলের মিস্ত্রি ডাকারও দরকার নেই।
৮০% জল বাঁচানোর ক্ষমতা এই ছোট্ট জিনিসটাতে। এবার ভেবে দেখুন তো, প্রত্যেকের একটু করেও জল বাঁচলে, আখেরে কি আমাদের ভবিষ্যতই উপকৃত হবে না?