ওয়েটলিফটিং-এ একই দিনে ৪ বিশ্বরেকর্ড, চমকে দিলেন ৭১ বছরের রুডি কাডলাব

বয়স মাত্র ৭১ বছর। তাই মহামারীর এই আবহে লকডাউনে ঘরে বসে না থেকে শরীরচর্চায় মন দিয়েছিলেন ‘তরুণ’। আর মাত্র কয়েকদিনের মধ্যেই সারা পৃথিবীকে চমকে দিলেন তিনি। কয়েক মাসের অক্লান্ত পরিশ্রম আর জেদে তৈরি করে ফেললেন চার চারটি বিশ্বরেকর্ড। রুডি কাডলাব। ক্যালিফোর্নিয়ার এই ‘যুবক’-এর কৃতিত্বে রীতিমতো সাড়া পড়ে গেছে গোটা দুনিয়ায়।

সম্প্রতি ১৯৫ কেজি স্কোয়াট, ৩০৩ কেজি বেঞ্চপ্রেস, ২৩৪ কেজি ডেডলিফট এবং ৫৬৭ কেজি হুপিং— এই চারটি ক্ষেত্রে বিশ্বরেকর্ড তৈরি করেন ‘গ্র্যান্ডপা’। এবং সবথেকে বড়ো কথা, একই দিনে তৈরি হল এই চারটি বিশ্বরেকর্ড। গত নভেম্বরে সান দিয়েগোতে অনুষ্ঠিত ইউএসপিএ নর্থ আমেরিকান চ্যাম্পিয়নশিপে এই মাইলস্টোন স্পর্শ করেন কাডলাব। সম্প্রতি রেকর্ডের খাতায় নথিভুক্ত হয় তাঁর নাম। ৭১ বছর বয়সে তাঁর ফিটনেস রীতিমতো তাক লাগিয়ে দেয় বিশ্ববাসীকে। যা কোনো অলিম্পিয়ানের থাকে কোনো অংশে কম নয়।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সাফল্যের কথা প্রকাশ করেন কাডলাব। সেইসঙ্গে ধন্যবাদ জ্ঞাপন করেন তাঁর প্রশিক্ষককে। তবে শুনলে আশ্চর্য হবেন, কৈশোর বা যৌবনে কখনও জিমের দিকে পা বাড়াননি তিনি। ৫৫ বছর বয়সে অবসরগ্রহণের পর তাঁর ইচ্ছে জেগেছিল একজন সফল ওয়েটলিফটার হওয়ার। আর তার পরেই শুরু হয় লড়াই। বলাই বাহুল্য, স্বপ্নপূরণের জন্য বিন্দুমাত্রও খামতি রাখেননি তিনি। বিশেষ করে লকডাউনে কাডলাব আরও বেশি করে জোর দিয়েছিলেন অনুশীলনে। আর তারই ফলাফল চারটি বিশ্বরেকর্ড।

তবে একদিকে যখন বিশ্বকে বিস্মিত করে দিচ্ছেন কাডলাব, তখন অন্যদিকে একই প্রতিযোগিতায় আরও একটি বিশ্বরেকর্ড তৈরি করেন কানাডার বছর সাতেকের কিশোরী। ৮০ কেজি ডেডলিফট, ৩২ কেজির স্ন্যাচ করে নজর কেড়েছেন নাবালিকা রোরি ভ্যান উলফ্‌ট। এই সাফল্যের জন্য ‘স্ট্রংগেস্ট সেভেন ইয়ার ওল্ড’-এর তকমাও পেয়েছেন রোরি। 

একই প্রতিযোগিতায় এই দুই উদাহরণ যেন স্মরণ করিয়ে দিচ্ছে বয়স কেবলমাত্র একটি সংখ্যা। ইচ্ছেশক্তিটাই শেষ কথা। তার জোরেই সকল হার্ডল পেরিয়ে যাওয়া যায় পরিশ্রমের মাধ্যমে। নতুন করে এই দুই ‘কিশোর’-কিশোরীই এখন অনুপ্রেরণার নতুন আইকন বিশ্বজুড়ে...

Powered by Froala Editor

আরও পড়ুন
১ বছরে ২৩৭২২টি অভিযোগ, মহিলাদের বিরুদ্ধে হিংসার ঘটনায় রেকর্ড ২০২০-তে

Latest News See More