৬২০ কিলোমিটার দীর্ঘ মানবশৃঙ্খল কেরালায়, অংশগ্রহণ ৭০ লক্ষ মানুষের

রবিবার চলে গেল ৭১তম প্রজাতন্ত্র দিবস। এই দিনেই এনআরসি-সিএএয়ের প্রতিবাদে ৬২০ কিমি দীর্ঘ মানবশৃঙ্খল তৈরি করেছিল কেরালা। লক্ষাধিক মানুষ জড়ো হয়েছিলেন হাতে হাত ধরে, লক্ষ্য একটাই- সংবিধানের রক্ষা।

লেফট ডেমোক্র্যাটিক ফ্রন্টের উদ্যোগে হওয়া এই মানব-শৃঙ্খলে অংশ নিয়েছিলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তাঁর সঙ্গে ছিলেন প্রায় ৭০ লক্ষ মানুষ। জাতি-ধর্ম নির্বিশেষে সবাই প্রতিবাদে অংশ নিয়েছিলেন। রাস্তার পাশে, হাতে হাত ধরে একসঙ্গে দাঁড়িয়েছিলেন তাঁরা। একটাই লক্ষ্য, ভারতে এনআরসি-সিএএ করা যাবে না। কেরালার উত্তর থেকে দক্ষিণ— সবার মুখে মুখে ছড়িয়ে পড়েছিল সংবিধানের প্রস্তাবনা। বিকেল চারটে থেকে শুরু হয়েছিল এই জমায়েত। যানবাহন চলাচলের অসুবিধা যাতে না হয়, সেদিকেও খেয়াল রেখেছিলেন প্রত্যেকে। প্রত্যেকের গলায় একটাই সুর, ধর্মের ভিত্তিতে নাগরিকতা মানা হবে না। নাগরিক আগে, দেশ আগে— সেখানে জাতপাত, ধর্ম কিচ্ছু আসে না।

দিল্লি, শাহিনবাগ থেকে কলকাতা, কেরালা—সর্বত্র আন্দোলন আরও জোরদার হচ্ছে। ২৬ জানুয়ারি - এই দিনটিতেই ভারতের সংবিধান প্রয়োগ করা শুরু হয়। সেই দিনটিতেই সংবিধানকে আঁকড়ে ধরে প্রতিবাদ জানিয়েছেন লক্ষাধিক মানুষ। কেরালা, কলকাতা-সহ নানা জায়গায় মানব শৃঙ্খল গঠিত হয়েছিল; এছাড়া মিছিল, জমায়েত তো আছেই। সাধারণ মানুষ থেকে সমাজের বিশিষ্টরা— প্রত্যেকেই হাতে হাত মিলিয়ে রাস্তায় নেমেছেন। সবার লক্ষ্য যে একটাই!

More From Author See More